রাজ্য

সোমবার সূচি ঘোষণা ২০২২-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের

Madhyamik and HS Exam 2022 : সোমবার সূচি ঘোষণা ২০২২-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের - West Bengal News 24

সোমবার ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা। বৃহস্পতিবার প্রস্তাবিত সূচি শিক্ষা দপ্তরে পাঠায় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা পর্ষদ। অনুমোদনের পরেই সোমবার আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। জানা গিয়েছে, মার্চের শুরুতে মাধ্যমিক ও এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। কীভাবে পরীক্ষা হবে তা নিয়েও বিস্তারিত গাইডলাইন প্রকাশ করতে পারে পর্ষদ ও সংসদ।

আরও পড়ুন : ছট পুজোর পর মিশন উত্তর প্রদেশ মমতার, শহরে শহরে খুলছে তৃণমূলের অফিস

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। অনলাইনেই ক্লাস চলছে। তবে আগামী ১৫ নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশের ক্লাস চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করতে চলেছে তারা।

করোনার জেরে গতবছর পরীক্ষা হয়নি। নবম ও একাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়ণ ও অভ্যন্তরীণ পরীক্ষার ফলের নিরিখে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হয়েছে। কিন্তু আগামী বছর পরীক্ষা করাতে চায় রাজ্য। স্কুল বন্ধ থাকায় সিলেবাসেও কাটছাঁট করা হয়েছে। তাই এবার আগেভাগেই নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে পর্ষদ ও সংসদ।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button