রাজ্য

নিম্নচাপের জের, মেঘলা আকাশ সঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ রাজ্যে কমল তাপমাত্রা

west bengal weather : নিম্নচাপের জের, মেঘলা আকাশ সঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ রাজ্যে কমল তাপমাত্রা - West Bengal News 24

গত শুক্র-শনি থেকেই দক্ষিণবঙ্গে বহু অংশে আকাশের মুখভার। শনিবার থেকেই মাঝে মধ্যেই দুই এক পশলা বৃষ্টিও হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। আবহাওযা দফতরের পূর্বাভাস, আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার থাকতে চলেছে। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রবিবার সকাল থেকেই হালকা বৃষ্টি হয়েছিল কোথাও কোথাও। আর সোমবারও আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের জেরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিলেও বৃষ্টির আবহে শীতের আমেজ বেড়েছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। স্বাভাবিকের তা ২ ডিগ্রি বেশি। আন্দামান সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণেই পূবালি হাওয়া থমকে গিয়ে জলীয় বাষ্প ঢুকে পড়েছে।

আরও পড়ুন : ‘আগের পঞ্চায়েত ভোটে অন্যায় করেছি’, ভুলের ‘মাশুল’ দিতে প্রস্তুত অনুব্রত!

সেই কারণেই নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে তাপমাত্রার পারদ আশা জাগিয়েও নামতে পারছে না। তবে শীতের আমেজ চলে যায়নি। বৃষ্টির মাঝেই ঠান্ডা হাওয়া বইছে কলকাতা ও পার্স্ববর্তী এলাকায়। এদিকে দক্ষিণবঙ্গের সাত জেলাতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে বৃষ্টি কমে শীতের আমেজ জাঁকিয়ে পড়তে চলেছে। তবে শীত নির্দিষ্ট ভাবে কবে থেকে পড়বে সেই ব্যাপারে কোনও আভাস দিতে পারেনি আবহাওয়া দফতর। কারণ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও মঙ্গলবারও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার থেকেই অবশ্য আকাশ পরিষ্কার হবে। তবে ফের আকাশ মেঘলা থাকবে সপ্তাহের বাকি দিনগুলিতে। নতুন করে আরব সাগরে নিম্নচাপ তৈরি হবে। এর জেরে মহারাষ্ট্র ও গোয়া উপকূলে পূর্ব-মধ্য আরব সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহে তাপমাত্রার পারদ খুব বেশি ওঠানামা করবে না বলেই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

সুত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button