রাজ্য

রাজ্যজুড়ে আজ বৃষ্টির পূ্র্বাভাস! জানুন বিস্তারিত….

WB Weather Update: রাজ্যজুড়ে আজ বৃষ্টির পূ্র্বাভাস! জানুন বিস্তারিত…. - West Bengal News 24

সকালে কুয়াশা, দিনভর মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে শীতের প্রভাব কমবে। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলাবৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা।

আগামী দু’ঘণ্টায় কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে।

বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে উপকূলের জেলায় এবং নদিয়া এবং মুর্শিদাবাদে আজ, শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আগামিকাল, রবিবার থেকে বাড়বে বৃষ্টি।

আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৩৭ হাজার নতুন করোনা আক্রান্ত!

নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবারেও কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ ৷ তাপমাত্রা ফের কমতে শুরু করবে। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। সকাল থেকে প্রায় ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়।

সুত্র: নিউজ ১৮ বাংলা

আরও পড়ুন ::

Back to top button