জাতীয়

প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরে গ্রেনেড হামলা, আহত ৪

Republic Day : প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরে গ্রেনেড হামলা, আহত ৪ - West Bengal News 24

প্রজাতন্ত্র দিবস ঘিরে গোয়েন্দা সতর্কতার মধ্যেই জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এরমধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও একজন পুলিশ সদস্য রয়েছেন।

প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার হরি সিং হাই স্ট্রিটে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ওই গ্রেনেড ছোঁড়া হয়। তবে তা রাস্তার পাশে বিস্ফোরিত হয়। হামলার ঘটনার পরপরই কাশ্মীরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারত-পাকিস্তান সীমান্তেও সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‌ভোটমুখী উত্তরপ্রদেশে কংগ্রেসের শীর্ষ নেতা বিজেপিতে

এদিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। দিবসটি উপলক্ষ্যে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে, দিল্লির ‘রাজপথ’ প্যারেড স্কয়ারে ২১ বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও, দিবসটি উদযাপনে কলকাতার রেডরোডেও ছিল নানা আয়োজন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন ::

Back to top button