জাতীয়

অপারেশন গঙ্গা প্রমাণ দিয়েছে বিশ্বে ভারতের প্রভাব বাড়ছে: নরেন্দ্র মোদী

Operation Ganga : অপারেশন গঙ্গা প্রমাণ দিয়েছে বিশ্বে ভারতের প্রভাব বাড়ছে: নরেন্দ্র মোদী - West Bengal News 24

বিশ্বব্যাপী প্রভাব বাড়ছে ভারতের। রবিবার এই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দাবির স্বপক্ষে তিনি যুদ্ধদীর্ণ ইউক্রেনে চলা অপারেশন গঙ্গা (Operation Ganga) প্রসঙ্গ উল্লেখ করেন। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘হাজারের বেশি ভারতীয় পড়ুয়াকে অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধদীর্ণ ইউক্রেন থেকে ফেরানো হয়েছে।’

তাঁর দাবি, ‘এই মুহূর্তে অন্য দেশের নাগরিকরা উদ্ধারকাজে সমস্যায় পড়েছে। কিন্তু আমরা আমদের নাগরিকদের উড়িয়ে আনছি। এটাই প্রমাণ কীভাবে বিশ্বে প্রভাব বাড়ছে ভারতের।’

আরও পড়ুন :: ৬ বছর ধরে স্বামীর খাবারে ওষুধ মেশান স্ত্রী, অতঃপর…

পাশাপাশি যুদ্ধদীর্ণ ইউক্রেন থেকে পড়শি দেশে আশ্রয় নেওয়া অনেক ভারতীয় এখনও আটকে। তাঁদের দেশে ফেরাতে গুগল ফর্মের সাহায্য নিয়েছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস।

দেশে ফিরতে অবিলম্বে সেই ফর্ম ফিলআপের নির্দেশ দেওয়া হয়েছে।

কী আছে সেই গুগল ফর্মে? জানা গিয়েছে, আটক ভারতীয়দের মেল আইডি, নাম, বয়স, পাসপোর্ট নম্বর, ইউক্রেনের ঠিকানা, ভারত-ইউক্রেনের যোগাযোগের নম্বর। এদিকে, অপারেশন গঙ্গার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের অন্যতম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, মোট ৭৬টি বিমান এখনও পর্যন্ত প্রায় ১৬ হাজার ভারতীয়কে উদ্ধার করেছে।

আরও পড়ুন ::

Back to top button