ঝাড়গ্রাম

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রবিন টুডু

স্বপ্নীল মজুমদার

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রবিন টুডু - West Bengal News 24

ফের পদপ্রাপ্তি হল রবিন টুডুর। মঙ্গলবার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ পেলেন ঝাড়গ্রাম জেলার এই আদিবাসী নেতা।

আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা রবিন ইতিপূর্বে একাধিক প্রশাসনিক পদের দায়িত্ব পেয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদের চেয়ারম্যান। ঝাড়গ্রাম জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদেও তিনি রয়েছেন। এবার দলীয় পদ পেলেন রবিন।

আরও পড়ুন : ‘সতর্ক করা হয়েছে, দরজা খোলা যেতে পারেন’, বিক্ষুব্ধদের বার্তা মমতার

তাঁর স্ত্রী বিরবাহা সরেন টুডু ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারপার্সন। বছর আটচল্লিশের রবিন টুডু পেশায় শিক্ষক। আদিবাসী সামাজিক আন্দোলনের সঙ্গে বহুদিন তিনি জড়িয়ে রয়েছেন। ২০১৯ সালে তাঁর স্ত্রী বিরবাহা সরেন টুডুকে ঝাড়গ্রাম লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল। বিরবাহা হেরে যান।

তবে বিরবাহাকে হারাতে শাসকদলের একাংশ সেবার সক্রিয় ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ ওঠে। বিরবাহাও পেশায় শিক্ষিকা। তবে তাঁকে প্রথমে জেলা তৃণমূলের সভাপতি করা হয়। পরে তিনি দলের জেলা চেয়ারপার্সন হন।

আরও পড়ুন ::

Back to top button