রাজ্য

রাজ্যে নারী নির্যাতন নিয়ে কী বললেন সৌগত রায়? জানুন বিস্তারিত….

রাজ্যে নারী নির্যাতন নিয়ে কী বললেন সৌগত রায়? জানুন বিস্তারিত…. - West Bengal News 24

রাজ্যে নারীদের নির্যাতন নিয়ে বিস্ফোরক সৌগত রায়। ‘এটা লজ্জার বিষয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে নারীরা নির্যাতিত হচ্ছে। আমি পুলিশকে বলব মনোযোগ দিতে” বললেন প্রবীণ নেতা সৌগত রায়।

“রাজ্যে নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়ে সবাই উদ্বিগ্ন। শূন্য সহনশীলতা থাকা উচিত্‍।

কোনও ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত্‍। একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কোনও ঘটনা ঘটলে তা আমাদের সবার জন্য লজ্জার’ তিনি বলেন। তিনি আরও বলেন, “আশা করি পুলিশ প্রশাসন এ দিকে নজর রাখবে।”

আরও পড়ুন: “কিছু করুন নয়তো চুপ থাকুন” রাজ্যপালকে আক্রমণ বিজেপি মুখপাত্রের

সৌগত রায়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় অধীর চৌধুরী বলেন, যে “রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা বা পুরুষ তা বড় বিষয় নয়।” ” কেন ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কোথাও নারী নির্যাতন, ধর্ষণ এবং খুন করা হবে?” প্রশ্ন তুলেছেন তিনি।

উল্লেখ্য, ৪ এপ্রিল নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গায়ালির ছেলে সোহেল গায়ালির বিরুদ্ধে।

প্রচণ্ড ব্যথায় অতিরিক্ত রক্তক্ষরণে নাবালিকার মৃত্যু হয়। গত ৫ এপ্রিল নাবালিকার বাবা-মা শেষকৃত্য সম্পন্ন করে। শুধু তাই নয়, পরে গোটা শ্মশান জল দিয়ে ধুয়ে ফেলা হয় যাতে কোনও প্রমাণ পাওয়া না যায়। এই মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূল নেতার ছেলে।

আরও পড়ুন ::

Back to top button