Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

সর্বোচ্চ আয় করা ১০ দক্ষিণী সিনেমা

সর্বোচ্চ আয় করা ১০ দক্ষিণী সিনেমা - West Bengal News 24

আকর্ষণীয় গল্প, অসাধারণ অভিনয় ও নির্মাণের কারণে দক্ষিণী সিনেমার কদর দিন দিন বাড়ছে। প্রতি বছরই দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছে। চলতি বছরও বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। সর্বোচ্চ আয় করা ১০টি দক্ষিণী সিনেমার তালিকা প্রকাশ করেছে টলিউড ডটনেট।

বাহুবলি টু: প্রভাস অভিনীত আলোচিত সিনেমা ‘বাহুবলি টু’। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পায়। ২৫০ কোটি বাজেটের সিনেমাটি আয় করেছিল ১৮১০ কোটি।

ট্রিপল আর: বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এটিও নির্মাণ করেন এস এস রাজামৌলি। ‘বাহুবলি টু’ নির্মাণের পর অন্য কোনো সিনেমায় হাত দেননি তিনি। বাহুবলি মুক্তির পাঁচ বছর পর মুক্তি পায় এই পরিচালকের ‘ট্রিপল আর’ সিনেমাটি। এখনো কিছু কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। এ পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১০৭১ কোটি।

২.০: এস শঙ্কর পরিচালিত সিনেমা ‘২.০’। এতে অভিনয় করেন রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন প্রমুখ। ৫০০ কোটি বাজেটের এ সিনেমা ২০১৮ সালের ২৯ নভেম্বর মুক্তি পায়। তবে মুক্তির আগে যতটা গর্জে ছিল, মুক্তির পর বক্স অফিসে ঠিক ততটা বর্ষে নাই। তারপরই এটি মোট আয় করেছিল ৭০৯ কোটি।

বাহুবলি: শুধু ভারত নয়, সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল সিনেমাটি। এর মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন প্রভাস। ১৮০ কোটি বাজেটের এ সিনেমা ২০১৫ সালের ১০ জুলাই মুক্তি পায়। এটি মোট আয় করেছিল ৬০৫ কোটি।

সাহো: ‘বাহুবলি’ ফ্যাঞ্চাইজির কাজ শেষ করার পর বেশ কিছু নতুন সিনেমায় অভিনয় করেন প্রভাস। যদিও সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে শতভাগ সচেতন তিনি। কিন্তু বাহুবলির পর আর কোনো সিনেমা দিয়ে ততটা দর্শক মাতাতে পারেননি প্রভাস। ‘বাহুবলি টু’ মুক্তির পর ‘সাহো’ সিনেমায় কাজ করেন প্রভাস। তবে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি এটি। বক্স অফিসে ‘সাহো’ মোট আয় করেছিল ৪৩৫ কোটি

কেজিএফ: চ্যাপ্টার টু: বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ। দক্ষিণের অনেক সিনেমায় কাজ করলেও ‘কেজিএফ’ সিরিজ দিয়ে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন তিনি। ১০০ কোটি বাজেটের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে। এ পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৪৩০ কোটি ২০ লাখ (৩ দিনে)।

পুষ্পা: করোনা সংকট কাটিয়ে উঠার পর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ধারাবাহিকভাবে সফল সিনেমা মুক্তি দিয়েছে। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। ২০০ কোটি বাজেটের এ সিনেমা গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায়। রাশমিকা অভিনীত এ সিনেমা মোট আয় করে ৩৬০ কোটি।

বিগলি: থালাপাতি বিজয় অভিনীত সিনেমা ‘বিগলি’। অ্যাটলি পরিচালিত এ সিনেমা ২০১৯ সালের ১৫ অক্টোবর মুক্তি পায়। ১৮০ কোটি বাজেটের এ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেন নয়নতারা। বক্স অফিসে সিনেমাটি মোট আয় করে ৩০০ কোটি।

কাবালি: রজনীকান্ত অভিনীত সিনেমা ‘কাবালি’। রঞ্জিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন রাধিকা আপ্তে, কিশোর প্রমুখ। ১০০ কোটি বাজেটের এ সিনেমা মোট আয় করে ২৯৪ কোটি।

রোবট: এটি ভারতের ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি। এ সিনেমায় রজনীকান্তের দুটি চরিত্র। একটি বিজ্ঞানী ভাসেগরন এবং অন্যটি তার তৈরি করা রোবট চিট্টি। সিনেমায় আপনি রজনীকান্তের কোন চরিত্রটি বেছে নেবেন সেটি আপনার বিষয়। কারণ দুই চরিত্রেই তার অভিনয় ছিল অসাধারণ। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা মোট আয় করেছিল ২৮৮ কোটি।

আরও পড়ুন ::

Back to top button