উঃ ২৪ পরগনা

জমি নিয়ে ISF এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ !

জমি নিয়ে ISF এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ ! - West Bengal News 24

উত্তর ২৪ পরগনার আমডাঙায় ISF এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ তীব্রতর। দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে নারীও রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে ইতিমধ্যেই লিখিত অভিযোগ করেছে তৃণমূল।

দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার বিতর্ক আরও বেড়ে যায়।

সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও আইএসএফ। সংঘর্ষে উভয় পক্ষই কমবেশি আহত হয়েছে। তারা সবাই আমডাঙা হাসপাতালে চিকিত্‍সাধীন। তৃণমূল কংগ্রেস বলেছে যে জমির ইস্যুটি দীর্ঘদিন ধরে চলছে এবং উভয় পক্ষই তা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

আইএসএফ-এর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া না থাকলেও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি, শাসক দলের নেতা মুস্তাক আহমেদ দাবী করেন যে যাদের মারধর করা হয়েছে তারা আইএসএফ নয়।

যারা মার খেয়েছে তারা তৃণমূল পর্যায়ের মানুষ। কিন্তু এই তৃণমূলদের মার খাওয়ানোর পেছনে অন্য তৃণমূলের হাত রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button