রাজ্য

মেলেনি জামিন, এবছর দুর্গা পুজো জেলেই কাটবে অনুব্রতর

Anubrata Mandal : মেলেনি জামিন, এবছর দুর্গা পুজো জেলেই কাটবে অনুব্রতর - West Bengal News 24

বাড়িতে দুর্গা পুজো রয়েছে৷ এই যুক্তি দিয়ে জামিনের আবেদন করেও তা ধোপে টিকল না অনুব্রত মণ্ডলের ৷ ফের ১৪ দিনের জন্য অনুব্রতর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷

গরু পাচার মামলায় বুধাবার অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। জামিন পেলে অনুব্রত মণ্ডল সাক্ষীদের ভয় দেখাতে পারেন। আদালতে এই আশঙ্কা প্রকাশ করেন সিবিআই-এর আইনজীবী৷

আরও পড়ুন :: তিন মাস নয়, রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিল প্রতি মাসে দেওয়ার ইঙ্গিত মন্ত্রীর

কিন্তু অনুব্রতর আইনজীবীর দাবি,’ তাঁর শরীর ভাল নয়৷ তাছাড়া অনুব্রতর বাড়িতে দুর্গা পুজো হয়৷ এদিকে, বাড়িতে তাঁর মেয়ে একা রয়েছেন৷ তাঁর পক্ষে একা পুজোর আয়োজন সামাল দেওয়া সম্ভব নয়৷ এই পরিস্থিতিতে অনুব্রতর আইনজীবী বিচারকের কাছে আর্জি জানিয়ে বলেন, জামিন পাওয়ার জন্য প্রয়োজনে অনুব্রত বীরভূম জেলায় ঢুকবেন না। কলকাতায় থেকে প্রতিদিন সিবিআই অফিসে গিয়ে হাজিরা দিতেও রাজি অনুব্রত।

এত আর্জিতেও কোন কাজ হল না। এদিন অনুব্রতের নয় সিবিআই-য়ের আর্জিকে সমর্থন জানিয়েছেন বিচারপতি। আরও ১৪ দিনের জন্য অনুব্রতর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ ৫ অক্টোবর ফের তাঁকে আদালতে পেশ করা হবে৷ ফলে, দুর্গা পুজো জেলেই কাটবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্টর৷

আরও পড়ুন ::

Back to top button