রাজ্য

পাঁচ দিনেও অব্যাহত কুর্মিদের অবরোধ! আজও বাতিল বহু ট্রেন, অবরুদ্ধ সড়কও

Kurmi Protest in West Bengal : পাঁচ দিনেও অব্যাহত কুর্মিদের অবরোধ! আজও বাতিল বহু ট্রেন, অবরুদ্ধ সড়কও - West Bengal News 24

পঞ্চম দিনেও কুর্মি সম্প্রদায়ের রেল এবং সড়ক অবরোধ অব্যাহত৷ আজও এর প্রভাব পড়ল রেল পরিষেবায়। বাতিল করা হল অন্তত ২৩টি ট্রেন৷ ঘুরপথে চালাতে হচ্ছে সাতটি ট্রেন৷ একই সঙ্গে ৬ নম্বর জাতীয় সড়কও অবরুদ্ধ করে রাখায় পাঁচ দিন ধরে রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক৷ আটকে রয়েছে দূরপাল্লার বহূ বাসও৷ সবমিলিয়ে চরম নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে।

তাঁদের অবরোধের মূল দাবি, কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে স্বীকৃতি এবং সারনা ধর্মের স্বীকৃতি। এই তিনটি দাবিতে কুড়মি সমাজে অবরোধ কর্মসূচি চলছে। পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধের জেরে দক্ষিণ পূর্ব শাখার খড়্গপুর- টাটা ডিভিশনে রেল চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ কিছু ঘুরপথে চালানো হচ্ছে। বিপাকে পড়েছেন হাজার হাজার রেল যাত্রী৷

রেলের তরফে জানানো হয়েছে, অবরোধের জেরে আজও রাঁচি- খড়্গপুর এক্সপ্রেস, ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস, টাটানগর-হাওড়া- টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, হাতিয়া- খড়্গপুর এক্সপ্রেসের মতো অসংখ্য ট্রেন বাতিল করা হয়েছে৷ ঘুরপথে চলছে পোরবন্দর- শালিমার এক্সপ্রেস, জগদলপুর- হাওড়া এক্সপ্রেস, রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস, আহমেদাবাদ- হাওড়া এক্সপ্রেস-সহ সাতটি ট্রেন৷ সাঁতরাগাছি-পুরুলিয়া-সাঁতরাগাছি, পুরুলিয়া-হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, খড়্গপুর-হাতিয়া-খড়্গপুরের মতো বেশ কয়েকটি ট্রেনকে আদ্রা পর্যন্ত চালাতে হচ্ছে। এরপর ট্রেনগুলি ফিরতি পথে রওনা দেবে৷

Kurmi Protest in West Bengal : পাঁচ দিনেও অব্যাহত কুর্মিদের অবরোধ! আজও বাতিল বহু ট্রেন, অবরুদ্ধ সড়কও - West Bengal News 24

এর পাশাপাশি সড়ক পথেও চরম নাজেহাল পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জাতীয় সড়কেও চলছে অবরোধ৷ ফলে সড়ক পথে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ পণ্য পরিবহণ। জাতীয় সড়কের দুপাশে সারি সারি দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী লরি। নষ্ট হচ্ছে কাঁচামাল।

আন্দোলন তোলার জন্য আন্দোলনকারীদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম প্রশাসন আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু কুড়মি সমাজের নেতৃত্বরা কোনওমতেই তাঁদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত অবরোধ তুলতে নারাজ। একথা স্পষ্ট জানিয়েছেন।
আন্দোলনকারীদের দাবি, সরকারি তরফে তাঁদের যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে খুশি নন তাঁরা৷ তাই এখনই অবরোধ তোলা সম্ভব নয়৷

আরও পড়ুন ::

Back to top button