আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন। জানা গিয়েছে, শনিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি একদিকে যেমন মণিপুরের রাজ্যপাল পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করছেন।
সূত্রের খবর, চেন্নাইতে গিয়ে শারীরিক অস্বস্তি বোধ করেন তিনি। কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই তাঁকে সেখানকার একটি কর্পোরেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর। সম্ভবত তাঁর হার্টে কোনও সমস্যা রয়েছে। দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন শুভাকাঙ্খীরা। তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকেও তাঁর আরোগ্য কামনা করা হয়েছে।
উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় মনোনয়ন জমা দেওয়ার পরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পান লা গণেশন।