প্রযোজনা সংস্থার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ শহরতলীতে। বৃহস্পতিবার ভোরে আচমকাই টালিগঞ্জে এক নামী প্রযোজনা সংস্থার গোডাউনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউন। স্থানীয় বাসিন্দা মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় দমকলের ১৫টি ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টার কিছু আগে আগুন লাগে ওই গোডাউনে। আশপাশের লোকেরাই প্রথম ঘটনাটি দেখতে পান। গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকে সবাই। অনেকেই সেই গোডাউনের সামনে ভিড় জমান। আগুনের তীব্রতায় বিকট শব্দে ফেটে ভেঙে পড়ে গোডাউনের টিনের শেড।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৫টি ইঞ্জিন। কিন্তু আগুনে তীব্রতা এতটাই ভয়াবহ ছিল তা বাগে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। তাই পরে আরও ১০টি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছয়।
গোডাউনটি বসতিপূর্ণ এলাকায়। তাই আশেপাশের আবাসনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করেন। ফলে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক কিছুটা কমেছে।
দমকল কর্মীরা জানিয়েছেন, ঘটনার একঘন্টা পরও সেই প্রযোজনা সংস্থার কাউকেই সেখানে দেখা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর মেলেনি। তবে প্রযোজনা সংস্থার গোডাউনে অত্যাধুনিক ও দামি ক্যামেরা, ইলেক্ট্রনিক জিনিসপত্র থাকাই স্বাভাবিক। আগুন লাগার ফলে সেসব মূল্যবান সামগ্রী পুড়ে গিয়ে কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে অনুমান।
কীভাবে আগুন লাগল, সেই বিষয়ে স্থানীয় সূত্রে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই হয়তো কোনওভাবে আগুন লেগেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।