নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার লোকের সংখ্যা নিত্যদিন বাড়ছে। সেই তুলনায় নেই গারদ। অভিযুক্তের সংখ্যাও বাড়ছে। তাই কলকাতা শহরে গারদ বাড়ানোর সিদ্ধান্ত নিল সিবিআই। এর পাশাপাশি নতুন একটি অফিসও খুলতে চাইছে কেন্দ্রীয় সংস্থা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নতুন অফিসের জন্য আলিপুরের ২/৫ এ জাজে’স কোর্ট রোডের বিএসএনএল-এর একটি ১০ তলা বাড়ির একাংশ ভাড়া নেওয়া হয়েছে। সেখানেই তৈরি হচ্ছে অফিস ও গারদ। উল্লেখ্য, এতদিন কলকাতায় সিবিআইয়ের দফতরে তাদের নিজস্ব কোনও গারদই ছিল না।
ফলে সারদা মামলা শুরুর আগে কলকাতায় সিবিআই তেমন কাউকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি। বর্তমানে কলকাতার নিজাম প্যালেসের দু’টি তলা এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দু’টি তলায় সিবিআইয়ের অফিস আছে।
দিন ছয়েক আগে বিএসএনএল-এর ওই অফিস ভাড়া নেওয়ার পরিকল্পনা করা হয়। বিএসএনএল সূত্রের জানা যাচ্ছে, আলিপুরের ১০ তলা বাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি অফিস রয়েছে। সিবিআইয়ের আধিকারিকরা বিএসএনএল-এর সঙ্গে যোগাযোগ করে ওই বাড়িটি ভাড়া নিয়ে অফিস তৈরির জন্য চুক্তি করেছেন।