রাজ্য

বঙ্গোপসাগরে তৈরি সাইক্লোনিক সার্কুলেশন, কোথায় কোথায় হতে পারে তুলকালাম ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Cyclonic circulation formed in the Bay of Bengal : বঙ্গোপসাগরে তৈরি সাইক্লোনিক সার্কুলেশন, কোথায় কোথায় হতে পারে তুলকালাম ? - West Bengal News 24

চলতি বছর শুরু থেকেই ধাওয়া করে চলেছে বৃষ্টি। কখনও হালকা-মাঝারি আবার কখনও বা ভারি। আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সন্নিহিত এলাকায় সাইক্লোনিক সার্কুলেশনের জেরে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় বড় ভোলবদল হওয়ার সম্ভাবনা৷ প্রায় ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে ঝোড়ো হাওয়া৷

বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণভারতেও বেশিরভাগ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, তামিলনাড়ু , পদুচেরি, কেরল, করাইকল, মাহে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশে শুক্রবার থেকে আবহাওয়া ব্যাপক পরিবর্তন হতে চলেছে। শুরু হতে পারে ঝড় বৃষ্টি। অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হবে৷

এরই মধ্যে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে৷ ৯ তারিখ নাগাদ শ্রীলঙ্কার কাছাকাছি এটি তৈরি হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে তামিলনাড়ু উপকূলের দিকে এটি এগোতে পারে। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, মুজফরাবাদ, হিমাচল প্রদেশের কোন কোন জায়গায় তুষারপাত ও সঙ্গে বৃষ্টি হতে পারে৷ বৃষ্টি হতে পারে পঞ্জাব -হরিয়ানাতেও। তবে কলকাতায় আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার কলকাতায় আকাশ হালকা মেঘলা থাকবে৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৭৭ শতাংশ।

আরও পড়ুন ::

Back to top button