জাতীয়

গুজরাতে নির্বাচনী প্রচারে বাংলার পদ্ম ব্রিগেড, কাঁধে গুরুদায়িত্ব

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গুজরাতে নির্বাচনী প্রচারে বাংলার পদ্ম ব্রিগেড, কাঁধে গুরুদায়িত্ব

মোদি-শাহের রাজ্য গুজরাতের বিধানসভা নির্বাচনে বড় দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার বিজেপি নেত্রীকে। চলতি মাসের ১৯ – ২১ নভেম্বর পর্যন্ত গুজরাতের বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচির পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের। থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। গুজরাত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শুক্রবার গুজরাতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলার পদ্ম ব্রিগেড।

আর দিন কয়েক পরেই গুজরাতে বিধানসভা ভোট। গুজরাতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া রাজনৈতিক দলগুলি। মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে সেন্ট্রাল জোনের কো-ইনচার্জের দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির।

প্রচারে শান দিতে দেশের বিভিন্ন প্রান্তের দলীয় নেতা-নেত্রীদের গুজরাতে তুলে আনছে গেরুয়া শিবির। কংগ্রেসের কোমর ভেঙে মোদি-রাজ্যে চমক দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। অন্যদিকে গুজরাতে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলবেন বলে সভা-মিছিলে দাবি করছেন কেজরিওয়াল।

প্রসঙ্গত, বাংলায় তৃণমূল কংগ্রেস হামেশাই গুজরাতের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদি তথা বিজেপির বিরুদ্ধে সুর চড়ায়। তবে থেমে থাকার নয় বিজেপিও। গুজরাত মডেলের উদাহরণ টেনে বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে পাল্টা সুর চড়াতে ছাড়ে না বাংলার পদ্ম শিবিরও।

আরও পড়ুন ::

Back to top button