Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দঃ ২৪ পরগনা

গার্হস্থ্য হিংসার অভিযোগ জানাতে আসা মহিলাকে ‘‌কুপ্রস্তাব’‌ এসআইয়ের! অতঃপর …

গার্হস্থ্য হিংসার অভিযোগ জানাতে আসা মহিলাকে ‘‌কুপ্রস্তাব’‌ এসআইয়ের! অতঃপর ...

গার্হস্থ্য হিংসার অভিযোগ জানাতে গিয়ে যে এই বিপদ হবে তা বুঝতে পারেননি মহিলা।

তদন্ত করতে এসে অভিযোগকারী মহিলাকে ‘‌কুপ্রস্তাব’‌ দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই মহিলা ফোনে ১০০ ডায়াল করে ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে অভিযোগ জানান। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর সম্প্রতি হরিদেবপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন স্থানীয় এলাকার বাসিন্দা ওই মহিলা। গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়েছিলেন তিনি। তখন থানায় ছিলেন অভিযুক্ত সাব ইনস্পেক্টরও। সূত্রের খবর, ওই মহিলার অভিযোগ জানিয়ে যাওয়ার দিন কয়েক পর, ওই পুলিশকর্মী স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে হরিদেবপুরে চলে যান।

অথচ তিনি যে ঘটনাটির তদন্ত করতে যাচ্ছেন, সে কথা থানার কাউকে নাকি জানাননি। এরপরই পুলিশের কাছে ফোন আসে ওই মহিলার। পুলিশ সূত্রে খবর, ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে তদন্তের নামে বাড়িতে গিয়ে তাঁকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ করেছেন ওই মহিলা।

পুলিশকে ওই মহিলা নাকি জানিয়েছেন, ওই পুলিশকর্মী তাঁর বাড়িতে গিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, দুর্ব্যবহারও করেছিলেন।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button