রাজনীতিরাজ্য

বাংলার নরেনই গুজরাতের নরেন্দ্র মোদি! : রাহুল সিনহা

বাংলার নরেনই গুজরাতের নরেন্দ্র মোদি! : রাহুল সিনহা

মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। পরে ভগীনি নিবেদিতার সঙ্গে মমতার মমতার তুলনা টেনেছিলে দলবদলে তৃণমূলে যোগ দেওয়া বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস।

এবার একই কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহ্গে বিবেকানন্দের তুলনা টানলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

কলকাতায় বিজেপির দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে বিজেপি নেতা দাবি করেন, ‘কলকাতার নরেন গুজরাতে নরেন্দ্র মোদি রূপে জন্ম নিয়েছেন।’

নিজের মন্তব্যের ব্যাখাও দিয়েছেন পোড় খাওয়া বিজেপি নেতা। জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই স্বামী বিবেকানন্দের রূপ নিয়েছেন এটা গোটা ভারতবর্ষ বিশ্বাস করছে৷ বিবেকানন্দের দেখানো পথেই মোদিজি কাজ করছেন বলে তাঁর দাবি।

রামকৃষ্ণ যেভাবে শিবজ্ঞানে জীবসেবার কথা বলতেন, মোদিজিও সেভাবেই কাজ করছেন বলে জানিয়েছেন রাহুল।

স্বাভাবিকভাবেই, রাহুল সিনহাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, এটাই রাজ্য বিজেপির আসল চেহারা। স্বামী বিবেকানন্দকে মোদির মধ্যে দেখছে!এরা কি পাগল না বদ্ধ উন্মাদ৷ সমাজে এই ধরনের পাগল ঘুরে বেড়ানো ঠিক নয়৷ অবিলম্বে দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত৷

আরও পড়ুন ::

Back to top button