মাঝেমধ্যে সম্পূর্ণ অন্য রূপে দেখা যায় তাঁকে। এবার গ্রামের মানুষের হাতের তৈরি রান্না খেতে খেতেই তাঁদেরই মাঝে বসে শুরু করলেন গল্প। শুনলেন অভাব-অভিযোগ। থালায় ভাত, ট্যাংরা মাছ, আলুর তরকারি আর বড়া।
চেয়ারে বসে মাছ দিয়ে ভাত মেখে খেতে খেতেই গ্রামের মানুষদের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জন্য আলাদা খাবার নয়! হাসনাবাদের খা পুকুর গ্রামের মানুষের হাতে বানানো ভাত-তরকারি খেয়ে বুধবার দুপুরের খাওয়া সারলেন মুখ্যমন্ত্রী।
দুদিনের সফরে সুন্দরবনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়িতে তখন দুপুর ২টো। অন্যান্য দিনের মতো, বুধবারও ক্লাস চলছিল খা পুকুর জুনিয়র প্রাইমারি স্কুলে। হঠাৎই সেখানে মুখ্যমন্ত্রী হাজির হন। প্রথমটা থতমত খেয়ে গেলেও পরে সহজ হতে শুরু করে খুদের দল।
ছোট্ট ছেলেমেয়েদের হাতে শীতের কাপড় তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুবিধা অসুবিধা নিয়ে নানা কথাও বলেন। এরপর গ্রামের মহিলাদের মধ্যে শীতের জামাকাপড় বিতরণ করেন তিনি।
এদিন গ্রামবাসীর কাছ থেকে মমতা শিখলেন ঘাস দিয়ে চাটাই বোনা। সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে মানুষের মাঝে নেমে এসে জনসংযোগ সারতে দেখা গেল তৃণমূলনেত্রীকে। বুধবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল সুন্দরবনের হাসনাবাদ।