রাজনীতিরাজ্য

৭ জানুয়ারি রাজ্য সফরে জেপি নাড্ডা, অঞ্চল সম্মেলনের কাজ শেষ না হওয়ায় চাপে বিজেপি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

৭ জানুয়ারি রাজ্য সফরে জেপি নাড্ডা, অঞ্চল সম্মেলনের কাজ শেষ না হওয়ায় চাপে বিজেপি

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনের হাল খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারেন বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সফরের আগে অঞ্চল সম্মেলনেরই কাজ শেষ করতে ব্যর্থ বিজেপি (BJP) , যার ফলে সংগঠন নিয়ে আবার তোপের মুখে পড়তে পারেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

সূত্রের খবর , আগামী ৭ জানুয়ারী দুদিনে রাজ্য সফরে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। মূলত ২০২৪ লোকসভা নির্বাচনকে (Loksova Election) সামনে রেখে লোকসভা প্রবাস কর্মসূচিতে রাজ্যে আসবেন নাড্ডা (Nadda)। তবে সফরের আগে অঞ্চল সম্মেলনের কাজ সম্পূর্ণ না হওয়ায় অস্বস্তিতে বিজেপি (BJP) শিবির। সম্প্রতি দিল্লিতে দলীয় সংসদের সাথে বৈঠকে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন জেপি নাড্ডা (JP Nadda)। এমনকি কেন্দ্রের দেওয়া সময়সীমার মধ্যেই সংগঠনের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে কড়া নির্দেশ ছিল তাঁর।

দলীয় সূত্রে খবর , গত ২৪ শে ডিসেম্বরের মধ্যে অঞ্চল সম্মেলনের কাজ শেষ করার কথা হয়েছিল। কিন্তু উৎসব মরসুমে বড়দিন সহ অন্যান্য কারণে সময় মত শেষ হয়নি। সে কারণে অতিরিক্ত দিন হিসেবে আগামী ৬ জানুয়ারির মধ্যে অঞ্চল সম্মেলনের কাজ শেষ করার কথা রয়েছে। একান্ত না হলে ২০ জানুয়ারির মধ্যে অঞ্চল সম্মেলনের কাজ শেষ করা বাধ্যতামূলক। এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে তৈরি বিশেষ কমিটির চেয়ারপারসন সাংসদ দেবশ্রী চৌধুরী (Debasree Chowdhury)।

বিজেপি সূত্রে খবর , আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল স্তরে দলের সংগঠনের হাল বুঝতে রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে কলকাতায় একটি বৈঠক করতে পারেন নাড্ডা (Nadda)। সেক্ষেত্রে ,নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের কাজ শেষ করতে না পারার জন্য নাড্ডার তোপের মুখে পড়ার সম্ভবনা বঙ্গ বিজেপির (BJP)। তবে বিজেপির কাছে আশার আলো ,৭ জানুয়ারি নাড্ডা আসলেও রাজ্যে তার ২ দিনের কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি।

গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বুথ কমিটির ভূমিকাই প্রধান। অঞ্চল সম্মেলনের মাধ্যমে বুথ কমিটি তৈরি হওয়ার পর ব্লক সম্মেলনের মাধ্যমে পঞ্চায়েত সমিতি নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। কিন্তু এক্ষেত্রে অঞ্চল সম্মেলনের কাজ অসম্পূর্ণ ,বিজেপির (BJP) কাছে ব্যাপারটা গোড়ায় গলদ মতোই। উল্লেখ্য ,লোকসভা নির্বাচনে বাংলা সহ সারা দেশে মোট ১৪২ টি হারা আসনকে টার্গেট করেছে বিজেপি। আসনগুলি তে পদ্ম ফোটাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। রাজ্যে এই প্রবাস কর্মসূচিতে কলকাতার কাছাকাছি হুগলি , উত্তর ২৪ পরগনা (North 24 Pgs) বা নদীয়ার (Nadia) মতো কোনও দুটি জেলাতেও যাবেন নাড্ডা।

আরও পড়ুন ::

Back to top button