রাজনীতিরাজ্য

দলীয় কর্মীকে খুনের চেষ্টা, মামলায় জামিন মঞ্জুর দুবরাজপুর আদালতের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Anubrata Mandal : দলীয় কর্মীকে খুনের চেষ্টা, মামলায় জামিন মঞ্জুর দুবরাজপুর আদালতের - West Bengal News 24

অবশেষে দলীয় কর্মী খুনের চেষ্টার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। খুনের চেষ্টার যে অভিযোগে শিবঠাকুর মণ্ডল (Shivthakur Mondal) মামলা করেছিলেন, এদিন সেই মামলাতে জামিন পেলেন বীরভূমের কেষ্ট। দুবরাজপুরে আদালতে (Duhrajpur Court) ২ হাজার টাকার বন্ডে জামিন পান অনুব্রত।

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করে রাজ্য পুলিশ। দুবরাজপুর আদালতে এদিন অনুব্রতকে পেশ করে দুবরাজপুর থানার পুলিশ। সরকারি আইনজীবী (Lawyer) এদিন আদালতে জানায় , ৭ দিন পুলিশ হেফাজতে ছিলেন অনুব্রত। এর মধ্যে ৬ দিন অনুব্রত কোনও কথা বলেননি।

সপ্তম দিনে তিনি কিছু বলেছিলেন। তাই এই মামলার আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে। ফলে অনুব্রতকে পুলিশ হেফাজতের প্রয়োজন। তবে সব পক্ষের কথা শুনে এদিন বিচারক অনুব্রতকে (Anubrata Mondal) জামিন দেন।

প্রসঙ্গত ,অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সে দিনই কেষ্টর বিরুদ্ধে পুরনো মামলা করেন দলীয় কর্মী শিবঠাকুর মণ্ডল। তাঁর অভিযোগ, ২০১৯ সালে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গলা টিপে হত্যার চেষ্টা করেছিলেন তাঁকে।

সেই মামলাতেই আদালতের নির্দেশে ৭ দিনের পুলিশ হেফাজতে যায় অনুব্রত। ফলে তখনকার মতো দিল্লি যাওয়া আটকে কেষ্টর। সাতদিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে এদিন ফের আদালতে তোলা হয়। তখনই জামিন পান অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আপাতত আসানসোল আদালতে ঠাঁই অনুব্রত মণ্ডলের।

আরও পড়ুন ::

Back to top button