রাজ্য

দ্রুততম ট্রেনের ভাড়া কত ? কি কি খাবার পাওয়া যাবে? বন্দেভারত নিয়ে অজস্র কৌতূহল মেটালেন পূর্ব রেল কর্তৃপক্ষ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Vande Bharat Express Howrah to NJP : দ্রুততম ট্রেনের ভাড়া কত ? কি কি খাবার পাওয়া যাবে? বন্দেভারত নিয়ে অজস্র কৌতূহল মেটালেন পূর্ব রেল কর্তৃপক্ষ - West Bengal News 24

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। দেশে ছ’টি বন্দে ভারতের পর সাত নম্বরটি চলবে রাজ্যের ভিতরে। ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকেই ট্রেনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ নম্বর প্ল্যা টফর্মের মূল অনুষ্ঠান ঘিরে তৈরি হচ্ছে দেশের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা বলয়। এই দ্রুততম ট্রেন নিয়ে এই মুহূর্তে মানুষের উন্মাদনা তুঙ্গে।

তবে দ্রুততম ট্রেনের ভাড়া কত ? কি কি খাবার পাওয়া যাবে ? অজস্র কৌতূহল মেটালেন পূর্ব রেল কর্তৃপক্ষ। বন্দে ভারতের মেনুতে আমিষ-নিরামিষ দু’ধরনের খাবারই থাকবে। পাওয়া যাবে, ফ্রুট জুস, জলের বোতল। ব্রেকফাস্টে থাকবে কাপ কেক, পনির পকোড়া, ক্রিম রোল, কচুরী, কালাকাঁদ, ফিস ফিঙ্গার, স্যান্ডুউচ, চা/কফি।

লাঞ্চে পাওয়া যাবে, ফিস ফ্রাই/পনির পনির বাটার মশালা/চিকেন কষা, পোলাও, ভাজা, পরোটা, পাঁপড়, দই, রসগোল্লা। স্ন্যাক্স হিসেবে থাকবে, সিঙাড়া, ভুজিয়া, সন্দেশ, জুস, চা, জলের বোতল। ডিনারে পাওয়া যাবে, টমেটো স্যুপ, মটর পোলাও, ডাল ফ্রাই, কড়াই চিকেন/পনির, ভাজি, দই। উদ্বোধনের দিন থেকেই বন্দে ভারতের মেনুতে এগুলি থাকবে বলে রেল সূত্রে খবর।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দিকে তাকিয়ে ওই স্টেশনে আর বিশেষ কারওর প্রবেশাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ২৩ নম্বর প্ল্যা টফর্মে ৫০০ সিটে বসবেন আমন্ত্রিতরা। শ’পাঁচেক আমন্ত্রিত দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে পারবেন। ২২ নম্বর প্্যাত টফর্মের শেষ প্রান্তে মূল অনুষ্ঠান মঞ্চে হাজির থাকার জন্যি মাত্র ২২টি ভিআইপি পাস দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যরমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা য় , কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অনেকেই।

আরও পড়ুন ::

Back to top button