রাজ্যের গ্রামীণ এলাকায় যাক জুনিয়র চিকিৎসকরা, প্রস্তাব মুখ্যমন্ত্রীর
রাজ্যের গ্রামীণ এলাকায় যাক শহরের চিকিৎসকরা।
তাঁদের চিকিৎসায় সুস্থ হয়ে উঠুন গ্রামের মানুষ। গড়ে উঠুক রোগীর সঙ্গে চিকিৎসকদের আত্মিক সম্পর্ক। সোমবার এসএসকেএম হাসপাতালের এক অনুষ্ঠানে চিকিৎসকদের কাছে এই প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জুনিয়র চিকিৎসকদের প্রশংসা করে তাঁরা যেন গ্রামে গিয়ে নিয়মিত চিকিৎসা করেন এদিন সেই প্রস্তাবই রাখেন মুখ্যমন্ত্রী। রোগী স্বার্থে উদ্বোধন করেন বেশ কয়েকটি নতুন পরিষেবার।
এর আগে এই হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী জোর দিয়েছিলেন রাতে হাসপাতালে যেন সিনিয়র চিকিৎসকরাও থাকেন। এদিন সেই বিষয়টি ফের উঠে আসে তাঁর বক্তব্যে। ‘আবেগতাড়িত’ মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাজ্যের ‘একলা বাবা–মা’র কথা।
যারা তাঁদের সন্তানদের বড় করে মানুষ করতে ব্যয় করেছেন জীবনের মূল্যবান ২০ থেকে ২৫টা বছর। সেই সন্তানরা যাতে লেখাপড়া শেষ করে ফের তাঁদের রাজ্যে ফিরে আসেন এদিন সেই আবেদনই রাখেন তিনি।
বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা, মা ক্যান্টিন–সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, দু’টাকা কম রোজগার হতে পারে কিন্তু এই রাজ্যে যে সুবিধা পাওয়া যায় তা অন্য কোথাও পাওয়া যায় না।
সূত্র : আজকাল