Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

CBI হেফাজতে অনুব্রত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের তাৎপর্য কতটা? নজর রাজনৈতিক মহলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

CBI হেফাজতে অনুব্রত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের তাৎপর্য কতটা? নজর রাজনৈতিক মহলের

গত আগস্ট মাসে সিবিআই (CBI) গ্রেপ্তার করে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। কিন্তু তা সত্ত্বেও অনুব্রতকেই এখনো বীরভূমে জেলার তৃণমূলের সভাপতি পদেই বহাল রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গ্রেপ্তার হওয়ার পর বেহালা পশ্চিম এর জনসভা থেকে অনুব্রত মণ্ডল কে বীরের আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এই পরিস্থিতির দাঁড়িয়ে যখন রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) আসন্ন , ঠিক তখনই সোমবার থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরু হতে চলেছে। তাৎপর্যপূর্ণভাবে , মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জেলা সফর শুরু হতে চলেছে অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূম জেলা থেকেই। কেষ্টহীন বীরভূমেই যাচ্ছেন তিনি। শেষবার তিনি বীরভূম গিয়েছিলেন বগটুই কাণ্ডের পর। সেই সময়ও তাঁর সঙ্গে ছিলেন অনুব্রত।

একাধিক ইস্যুতে বঙ্গ রাজনীতির শিরোনামে বীরভূম জেলা। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) থেকে শুরু করে অমর্ত্য সেন – গরু পাচার থেকে শুরু করে বিশ্বভারতীর জমি সংক্রান্ত ইস্যু , খবরের শিরোনামে লাল মাটির বীরভূম। যদিও মুখ্যমন্ত্রীর এই সফরকে পুরোপুরি প্রশাসনিক বলেই উল্লেখ করা হচ্ছে। কিন্তু অনুব্রতর অনুপস্থিতিতে মমতার (Mamata Banerjee) জেলা সফরকে রাজনৈতিক ভাবেও গুরুত্বপূর্ণ বলছেন প্রশাসনিক বৃত্তের একাংশ।

সম্প্রতি আবার শান্তিনিকেতনে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) জমি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই সফরে মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কোনও পদক্ষেপ করেন কি না, তাতেও নজর রাখছেন রাজনৈতিক নেতাদের একাংশ। কারণ অমর্ত্যের (Amartya Sen) বিরুদ্ধে যে ভাবে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) ও রাজ্য বিজেপির নেতারা আক্রমণ শানাতে শুরু করেছেন, তাতে মুখ্যমন্ত্রী শান্তিনিকেতনে থেকে প্রতিক্রিয়া জানাতেই পারেন।

সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ সেই বৈঠক সেরে মুখ্যমন্ত্রী যাবেন বিধাননগরে। সেখানে আন্তর্জাতিক বইমেলার (Book Fair) উদ্বোধন করবেন মমতা। বইমেলার উদ্বোধন করেই বিধাননগর (Bidhannagar) থেকে হেলিকপ্টারে বোলপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

হেলিকপ্টারে চড়ে সরকারডাঙ্গা হেলিপ্যাড পৌঁছবেন তিনি। সোমবার রাতে শান্তিনিকেতনেই (Shantiniketon) থাকার কথা তাঁর। মঙ্গলবার সকালে বোলপুর থেকে হেলিকপ্টারে রওনা দেবেন মালদহের উদ্দেশে। সেখানে এক সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির বিভিন্ন পরিষেবা মুখ্যমন্ত্রী (Chief Minister) তুলে দেবেন সাধারণ মানুষের হাতে।

পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরই সঙ্গে মালদহ (Maldah) জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মমতার। কর্মসূচি শেষে আবারও হেলিকপ্টারে করে বোলপুর (Bolpur) ফিরে যাবেন তিনি। সেখানেই রাত্রিবাস করবেন মমতা (Mamata Banerjee) । বুধবার বোলপুরের জেলা পরিষদের ডাক বাংলো মাঠে এক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

সেখানেও সরকারি প্রকল্প ও পরিষেবা বিতরণ করবেন মমতা (Mamata Banerjee)। বুধবার রাতে বোলপুরেই থাকার কথা মুখ্যমন্ত্রীর। পরদিন বৃহস্পতিবার, বর্ধমান যাবেন তিনি, সেখানে সরকারি কর্মসূচিতে যোগদান করে হেলিকপ্টারেই কলকাতায় ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।

আরও পড়ুন ::

Back to top button