Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিচিত্রতা

হাসপাতালে অসুস্থ মালিকের সেবা করে সুস্থ করে তুলল পোষ্য (দেখুন সেই ভিডিও)

হাসপাতালে অসুস্থ মালিকের সেবা করে সুস্থ করে তুলল পোষ্য (দেখুন সেই ভিডিও)

মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার পোষ্য নিত্যসঙ্গী হয়ে তাকে সুস্থ করে তুলে বাড়ি নিয়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা মন ছুঁয়েছে সবার।

ভিডিওটি পোস্ট করে দীর্ঘ একটি ক্যাপশন দেওয়া জুড়ে দেওয়া হয়েছে। হৃদ্‌রোগে আক্রান্ত ওই ব্যক্তির নাম ব্রায়েন বেনসন। অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থা ছিল সঙ্কটজনক। কিন্তু মালিকের এই অবস্থায় তাকে এক মুহূর্তও চোখের আড়াল করতে চায়নি প্রিয় পোষ্যটি। হাসপাতালে তার নিত্যসঙ্গী ছিল পোষ্য ম্যাগনাস।

 

View this post on Instagram

 

A post shared by Magnus The Therapy Dog (@magnusthetherapydog)

বাড়ি ফিরে হাসপাতালে কাটানো দিনগুলির কথা মনে ব্রায়েন লেখেন, ‘ম্যাগনাস আমার কাছে সারাক্ষণ থাকায়, আমি তো লাভবান ছিলামই। তার পাশাপাশি আমার মেয়েরাও অনেক নিশ্চিন্ত ছিল। ও নিজেও জানে না যে আমার জন্য কী কী করেছে। আমি ওর কাছে চিরকৃতজ্ঞ।’

পোষ্যকে উদ্দেশ্য করে ব্রায়েন লেখেন, ‘ভাগ্যিস আমার সঙ্গে ২৪ ঘণ্টা থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ম্যাগনাসকে অনুমতি দিয়েছিল। ওই সঙ্কটজনক পরিস্থিতিতেও আমার মনকে ও শান্ত রেখেছিল। ও জানত কখন আমায় ভালোবাসতে হবে, আর কখন আমার প্রয়োজনে আমার থেকে দূরত্ব রেখে চলতে হবে। ও নিজেও জানে না আমি ওকে কতটা ভালোবাসি।’

আরও পড়ুন ::

Back to top button