রাজ্য

কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যকে, ১০ মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যকে, ১০ মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের

আগামী ১০ মার্চ রাজ্য জুড়ে সরকারি দফতরে ধর্মঘটের ডাক দিল রাজ্য সরকারি কর্মচারীদের (West Bengal Government Employee) সংগ্রামী যৌথ মঞ্চ। প্রথমে ৯ মার্চ এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

কিন্তু ওই দিন মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা থাকার কারণ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ধর্মঘট। যদিও সরকারি কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মঘট হলেও জরুরি পরিষেবা (Emargency Service) ব্যাহত হবে না।

যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে , এবারের রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ ঘোষণা করে রাজ্য সরকার৷ যদিও এই ঘোষণায় সন্তুষ্ট হননি সরকারি কর্মচারীরা৷

তাঁদের দাবি কেন্দ্রীয় সরকারের (Central Government) সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিএ দিতে হবে রাজ্য সরকারকে ৷ দলমত নির্বিশেষে সরকারি কর্মচারীদের প্রায় সব সংগঠনই তাদের সঙ্গে যোগ দিয়েছে ৷ ফলে এবারের ধর্মঘট সর্বাত্মক হবে৷

উল্লেখ্য , এর আগে দু’ দিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। গত ২০ এবং ২১ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে সরকারি দফতরে কর্মবিরতির ডাক দেওয়া হয়৷ বকেয়া ডিএ-র দাবিতে গত ১৩ দিন ধরে শহিদ মিনারের পাদদেশে অনশন বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সদস্যরা। যৌথ মঞ্চের নামে চলছে আন্দোলন।

সরকারি কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন , কর্মজীবনে ছেদ পড়া থেকে শুরু করে যত কঠোর পদক্ষেপই সরকার নিক না কেন , তাঁরা আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না৷ দাবি পূরণ না হওয়ায় আরও বড় কর্মসূচি ঘোষণা করলেন সরকারি কর্মচারীরা (West Bengal Government Employee) ৷

আরও পড়ুন ::

Back to top button