মুর্শিদাবাদ

আজ সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল, সব দলই জয় নিয়ে আশাবাদী

Sagardighi By Election Result : আজ সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল, সব দলই জয় নিয়ে আশাবাদী - West Bengal News 24

ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় বিধানসভা নির্বাচনের পাশাপাশি একই দিনে হয়েছে পশ্চিমবঙ্গে সাগরদিঘির (Sagardighi) উপনির্বাচন। ইতিমধ্যেই সব জায়গায় শুরু হয়ে গিয়েছে ভোট গণনা।

তবে সাগরদিঘিতে কিছু সময় দেরি হচ্ছে ভোট গণনা শুরু হতে। প্রসঙ্গত, সাগরদিঘির তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহা মারা যাওয়ার কারণেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজনীয়তা হয়ে পড়ে। সাগরদিঘি উপনির্বাচনে জোরদার লড়াই হয়েছে তৃণমূল, বাম কংগ্রেস জোট এবং বিজেপির মধ্যে।

উপনির্বাচনে তৃণমূলের তরফে দাঁড়িয়েছিলেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, বাম-কংগ্রেস জোটের হয়ে দাঁড়িয়েছেন বাইরন বিশ্বাস, এবং বিজেপি প্রার্থী ছিলেন দিলীপ সাহা। ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। তবে জয় নিয়ে আশাবাদী তিন পক্ষই।

উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্রে বিজেপি প্রার্থী মাফুজা খাতুনকে ৫০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত সাহা।

সেক্ষেত্রে এবারেও কি প্রত্যাবর্তন হবে তৃণমূলের, নাকি পরিবর্তনের হাওয়া লাগবে সাগরদিঘির গায়ে তা জানা যাবে ভোট গণনা সম্পূর্ণ হওয়ার পর।

আরও পড়ুন ::

Back to top button