রাজ্য

আগামী সপ্তাহে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal weather Forecast : আগামী সপ্তাহে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি - West Bengal News 24

আগামী সপ্তাহে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। রাতের তাপমাত্রা একই রকম থাকলেও বাড়বে দিনের তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের (South 24 Pgs) উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর , দক্ষিণবঙ্গে (South 24 Pgs) দিনের তাপমাত্রা বাড়বে। জেলায় জেলায় আবহাওয়ার বদল আসবে। গতকাল বিধান নগরীতে ৩৫ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছে, কোথা কোথাও ৩৫ ডিগ্রি বেশি হয়েছে। দক্ষিণবঙ্গে (South 24 Pgs) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণা বাতাসে জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলাতে সকালের দিকে কুয়াশা থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে।

উত্তরবঙ্গের (North 24 Pargana) বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের (North 24 Pargana) পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশের সম্ভাবনা। রাতের তাপমাত্রা একই থাকলেও দিনের তাপমাত্রা আগামী কয়েক দিনে সামান্য বাড়বে উত্তরবঙ্গের (North 24 Pargana) জেলাগুলিতে। সকালের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। জলীয় বাষ্প বেশী থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে।

আরও পড়ুন ::

Back to top button