ক্রিকেট

বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচে ভারতকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

দীপন চ্যাটার্জী

বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচে ভারতকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

বর্ডার-গাভাস্কার ট্রফি নামটি শুনলেই ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয় আবেগ। বর্ডার-গাভাস্কার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম। সাম্প্রতিক বছরগুলোয় এ টেস্ট সিরিজটি স্বল্প ব্যবধানে জয় অথবা তুমুল উত্তেজনাপূর্ণ অবস্থায় ড্রয়ে পরিণত হয়েছে। বর্তমানে এ সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎ সফর পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন সময়ের ব্যবধানে পরিচালিত হচ্ছে।

কোন কারণে সিরিজ ড্র হলে ট্রফি ধারক দলের কাছেই থাকে। দশ হাজার টেস্ট রান সংগ্রাহক ও দলীয় অধিনায়কদ্বয় – অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের সুনীল গাভাস্কারের নাম অনুসারে এ ট্রফির নামকরণ করা হয়েছে।এ বছরের বর্ডার-গাভাস্কার ট্রফির উত্তেজনা কিছুটা আলাদা এই বারের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতলেই ভারত সরাসরি চলে যাবে টেস্ট ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ।

আজ শুরু হয়েছে শেষ টেস্ট ম্যাচ ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া। সাহসী ক্রিকেট খেলে ভারতকে চাপে ফেলেছে তারা। ভাগ্য সঙ্গ দিয়েছে টস জেতায়। চায়ের বিরতির পরে বোলিং শুরু করেন উমেশ যাদব। ৬৩তম ওভারে অস্ট্রেলিয়া দলগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। ১৩৫ বলে ৩৮ রান করেন তিনি। মারেন ৩টি চার।

বলটা হঠাৎ করেই নিচু হয়ে যায়। মহম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পিটার হ্যান্ডসকম্ব। ২৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ৩টি চার। পুরনো বলে ভারতীয় স্পিনারদের সামনে স্বচ্ছ্বন্দ দেখায়নি অজি ব্যাটসম্যানদের। উমেশ যাদবের ওভারে ২টি চার মারেন ক্যামেরন গ্রিন।

তবে ভারতের তরফ থেকে শামি শর্ট বলে গ্রিনকে বেশ কয়েকবার চ্যালেঞ্জ জানালেন। গ্রিন দুটো বলে আঘাতও পেলেন। আবার পাল্টা মারলেন। বুঝিয়ে দিলেন অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে কম হলেও সাহসের কমতি নেই তার। অন্যদিকে উসমান খোয়াজা নিজের প্রথম ভারত সফরের সেঞ্চুরি পূর্ণ করলেন। বলা ভাল দিনের শেষ সেশনে ভারত দুটো উইকেট নিলেও অস্ট্রেলিয়া যথেষ্ট পজিটিভ ক্রিকেট খেলেছে।

দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর২৫৫/৪ । এখন দেখার দ্বিতীয় দিনে ভারত কি পারবে ঘুরে দাঁড়াতে? নাকি অস্ট্রেলিয়া দাপট দেখাবে ভারতের উপর সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্ৰ ভারতবাসী।

আরও পড়ুন ::

Back to top button