ঝাড়গ্রাম

জঙ্গলে শালপাতা কুড়োতে গিয়ে হাতির হানায় তরুণী বধূর মৃত্যু

স্বপ্নীল মজুমদার

জঙ্গলে শালপাতা কুড়োতে গিয়ে হাতির হানায় তরুণী বধূর মৃত্যু

জঙ্গলে শুকনো শালপাতা সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক তরুণী গৃহবধূর।

রবিবার দুপুরে নয়াগ্রাম থানার বড় নিগুই গ্রামের লাগোয়া শালজঙ্গলে ঘটনাটি ঘটেছে। মৃত দময়ন্তী মাহাতোর (২৩) বাড়ি বড়নিগুই গ্রামে।

বন দফতর ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দময়ন্তী শুকনো শাল পাতা সংগ্রহ করতে পাঁচকাহানিয়া বিটের বড়নিগুই জঙ্গলে। জ্বালানি ও শালপাতা সংগ্রহ করতে প্রায়দিনই তিনি জঙ্গলে যেতেন। জঙ্গলে পাতা কুড়ানোর সময় আচমকা তিনি একটি দাঁতালের সামনে পড়ে যান।

ছুটে পালানোর চেষ্টাও করেও ব্যর্থ হন দময়ন্তী। হাতিটি তাঁকে শুঁড়ে তুলে মাটিতে আছাড়ে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ও বনকর্মী গিয়ে জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে আনে। ঝাড়গ্রাম পুলিশ মর্গে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়।

খড়গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন, মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন ::

Back to top button