Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

IPL মরশুম লখনউ সুপার জায়েন্টস্ এর কাছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

IPL মরশুম লখনউ সুপার জায়েন্টস্ এর কাছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ

নতুন একটা মরসুম। লখনউ সুপার জায়ান্টসের কাছে এই মরসুম অনেক বেশি আত্মবিশ্বাসের। ভালো কিছু হবে, অন্তত গত বারের মতো ফল করতে পারলেও তাদের কাছে বিশাল প্রাপ্তির হবে। আইপিএল অভিষেক হয়েছে গত মরসুমেই। ১০ দলের প্রতিযোগিতায় লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স, এই দুটি দল নতুন যোগ দিয়েছিল।

অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স (Gujrat Titans)। লখনউ সুপার জায়ান্টস (Lakhnow Super Jiants) এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) কাছে হেরে তিন নম্বরে শেষ করে।

দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেটাররা যাঁরা জাতীয় দলে রয়েছেন, তাঁদের শুরুর দিকে পাওয়া যাবে না। লখনউ শিবিরে শুরুতে সমস্যা হবে কুইন্টন ডি’ককে (Queenton D’Cock) না পাওয়া। ৩ এপ্রিল স্কোয়াডে যোগ দেবেন কুইন্টন। লখনউ সুপার জায়ান্টস ঘরের মাঠে ১ এপ্রিল দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে অভিযান শুরু করবে। তিন এপ্রিল ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (Chennai Super Kings)। সুতরাং, প্রথম দু ম্যাচে অন্তত কুইন্টনকে পাওয়ার সম্ভাবনা নেই।

লখনউ সুপার জায়ান্টস এবার মিনি অকশনে নিকোলাস পুরানকে ১৬ কোটি টাকার বিশাল অঙ্কে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lakhnow Super Jiants)। ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে নিকোলাসকে। উইকেট কিপিং হোক কিংবা ব্যাটিং-বোলিং , সবদিক থেকেই লখনউকে ভরসা দিতে পারেন নিকোলাস। ভুললে চলবে না, মহসিনকে পাওয়া না গেলেও অভিজ্ঞ বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট রয়েছেন লখনউ শিবিরে।

আরও পড়ুন ::

Back to top button