Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বর্ধমান

আন্ডারপাস তৈরির জন্য জাতীয় সড়কে বিক্ষোভ, অবিলম্বে সাংশন করাবো বললেন সাংসদ

আন্ডারপাস তৈরির জন্য জাতীয় সড়কে বিক্ষোভ, অবিলম্বে সাংশন করাবো বললেন সাংসদ

বর্ধমান দু’নম্বর ব্লক এর বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালার মোড় এলাকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল NH2এর উপর তৈরি হোক আন্ডার পাস। কারণ এই জাতীয় সড়ক পারাপার করতে গেলে বারবার সমস্যা সম্মুখীন হতেন স্থানীয় এলাকার বাসিন্দারা।

বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে স্থানীয় মানুষদের। তাই আজ তারা জাতীয় সড়ক অবরোধ করেন। স্থানীয় মানুষের কথা শুনে অবরোধকারী দের সঙ্গে কথা বলতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া। যদিও সাংসদ পরিদর্শনে এসে তাদেরকে জাতীয় সড়ক থেকে উঠে আসতে বলেন নি।

বরং বক্তব্য রাখতে গিয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া তাদের জাতীয় সড়কের উপর বসেই বক্তব্য শুনতে বলেন। ক্যামেরার মুখোমুখি হয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন,এখানকার রাস্তা পারাপার করতে গিয়ে মানুষ দুর্ঘটনার সম্মুখীন হন। প্রথমে টু লেন তারপর ফোর লেন এখন সিক্স লেন হতে যাচ্ছে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আন্ডারপাস তৈরি করতে হবে। ২০০৪ সাল থেকে মানুষদাবি করে আসছে এই আন্ডার পাশের।

আমার কাছে কিছুদিন আগে এদের দাবি এসে পৌঁছায় আমি আমার প্রতিনিধিকে পাঠাই এখানকার এলাকা পরিদর্শনে। আমি নির্বাচিত প্রতিনিধি,আমার এলাকার উপর দিয়ে জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে আর সাধারণ মানুষ আন্ডার পাশ পাবে না এটা কি করে হয়। আমি আশ্বাস দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এই আন্ডারপাস স্যাংশন করাবো।

আরও পড়ুন ::

Back to top button