বর্ধমান
সিপিএম নেতার ছেলের চাকরি নিয়ে সরব তৃণমূল
কিছুদিন আগেই থেকেই একটা কথা চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা হলো’ চিরকুটে চাকরি ‘।
বর্ধমানের কাটোয়া শহরের এক সিপিএম নেতার ছেলে চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
রবীন্দ্রনাথবাবু বলেন, ওই নেতার ছেলে পরীক্ষায় পাশ করার আগে কলেজে চাকরি পেয়ে যায়। বাবা-মা ওই কলেজে নিয়োগ পরীক্ষার বোর্ডে ছিলেন। তাঁর আরও অভিযোগ, আর এক বাম বিধায়কের স্ত্রীও রাতারাতি পেয়েছিলেন।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য অচিন্ত্য মল্লিক বলেন, মিথ্যা অভিযোগ চলছে। প্রমাণ থাকলে মামলা দায়ের করুক।