হুগলি

রিষড়া স্টেশনে অশান্তি, থেকে হাওড়া বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রিষড়া স্টেশনে অশান্তি, থেকে হাওড়া বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক

দুষ্কৃতীদের তাণ্ডবে সোমবার রাতে হুগলির (Hoogly) রিষড়া স্টেশনে (Rishra Station) সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় ট্রেন চলাচল। যদিও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সোমবার রাত বারোটার পর থেকে ধীরে ধীরে আটকে পড়া লোকাল এবং দূরপাল্লার ট্রেনগুলিকে হাওড়া স্টেশন থেকে ছাড়া হয়৷

আজ সকালেও ট্রেন পরিষেবা স্বাভাবিকই রয়েছে বলে রেল সূত্রে খবর৷ এ দিন সকালে একটি শ্রীরামপুর লোকাল (Sreerampur Local) বাতিল হওয়া ছাড়া হাওড়া বর্ধমান মেন লাইনে সব ট্রেনই সময় মেনেই চলছে৷

সোমবার রাতে মুহুর্মুহু বোমাবাজিতে আতঙ্কিত হাওড়া থেকে রাত সাড়ে ৯টায় ছেড়ে যাওয়া ব্যান্ডেল লোকাল ট্রেনের যাত্রীরা। গন্ডগোলের জেরে হাওড়া থেকে আপ এবং ডাউন, দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যান্ডেল লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে রিষড়া স্টেশনে (Rishra Station)।
ট্রেনের দরজা-জানলা সব বন্ধ করে দেওয়া হয়। পাহারায় রয়েছে পুলিশ। পাশাপাশি রাত সাড়ে ১০টা নাগাদ রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ থাকছে। সোমবার রাতে রিষড়া স্টেশনে অশান্তির পর আজ সকাল থেকে হাওড়া বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক৷

আরও পড়ুন ::

Back to top button