Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

রাজ্যের ৫০০ জায়গায় হনুমান জয়ন্তী উদযাপন, সতর্কতা মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যের ৫০০ জায়গায় হনুমান জয়ন্তী উদযাপন, সতর্কতা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবারের হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) কর্মসূচিতে কোনও কাটছাঁট করছে না বিশ্ব হিন্দু পরিষদ (Bishwa Hindu Parishad)। বরং নতুন করে তারা রাজ্যের প্রায় ৫০০ জায়গায় প্রার্থনাসভার আয়োজন করতে চলেছে। সেখানে দিনভর ‘হনুমানচালিসা’ পাঠের পরিকল্পনাও রয়েছে।

প্রসঙ্গত , হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালনকে কেন্দ্র করে রাজ্যে যাতে অশান্তির বাতাবরণ তৈরি না হয় সেজন্য আগাম সতর্কবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে বলেছেন তিনি। হনুমান জয়ন্তী কেন্দ্র করে যে ‘অশান্তি’ ছড়ানো হতে পারে, সেই অভিযোগ বুধবারই আবার করেছে তৃণমূল (Trinamool Congress)।

বস্তুত, রাম নবমী (Ram Navami) এবং তৎপরবর্তী অশান্তির আবহে এক দিনেই হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালন শেষ না করে বিষয়টিকে আন্দোলনের চেহারা দিতে পরের বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিনের কর্মসূচি নিয়েছে পরিষদ। বহস্পতিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রোজ কোনও না কোনও কর্মসূচি নিচ্ছে তারা।

রাজ্য বিজেপির (West Bengal BJP) এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও ঘোষিত কর্মসূচি নেই। তবে গেরুয়া শিবির (BJP) সূত্রের খবর, রামনবমীর (Ram Navami) মতো দলের কোনও মিছিল না থাকলেও নেতা-কর্মীরা অন্য সংগঠনের কর্মসূচিতে যোগ দেবেন।

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মুখপাত্র শশী পাঁজা (Sashi Panja) বলেছেন, ‘‘বাংলায় হিংসার রাজনীতি করছে বিজেপি। ১৯ বছরের একটি ছেলেকেও সমাজবিরোধী কাজে যুক্ত করছে ওরা। ছবিতে তাকে বন্দুক হাতে দেখা যাচ্ছে। এটাই ‘ভালচার পলিটিক্স’ (শকুনের রাজনীতি)।’’ শশী এ-ও বলেন, ‘‘সারা ভারতে রাজনীতির দুর্বৃত্তায়ন শুরু হয়েছে।বাংলাকে অশান্ত করতে নেমে পড়েছে বিজেপি (BJP)। সামনেই হনুমান জয়ন্তী। সেখানেও অশান্তি হতে পারে। আমাদের আবেদন, প্রশাসনকে কাজ করতে দিন। সমাজবিরোধীদের কোনও ধর্ম থাকে না।’’

আরও পড়ুন ::

Back to top button