হনুমান জয়ন্তীর দিনেই কোন্দলে জড়াল বর্ধমান বিজেপি
বর্ধমানে বিজেপিতে কোন্দল যে ক্রমবর্ধমান হচ্ছিল তা মার্চ মাসেই বোঝা গিয়েছিল। এপ্রিল পড়তেই চাপা বিবাদ আর চাপা রইল না। হনুমান জয়ন্তীর দিনেই বর্ধমান বিজেপির দুই গোষ্ঠীর মারামারিতে তপ্ত হল শহর। জেলা পার্টি অফিসের সামনেই শুরু হয় দু-দলের হাতাহাতি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
অভিযোগ, বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে জেলা বিজেপির যুবমোর্চার সভাপতি পিন্টু সামের নেতৃত্বে তাঁর অনুগামীরা তালা খুলতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। দু’পক্ষই পরষ্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে।
বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, জেলা কার্যালয়ের ঠিক উল্টো দিকে তাঁদের অস্থায়ী ছাউনি ভেঙে দেওয়া হয়েছে। যুব সভাপতি পিন্টু সামের নেতৃত্বেই ভাঙচুর চলে বলে অভিযোগ করেন তাঁরা। এই নিয়েই দুপক্ষের তুমুল অশান্তি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ।