বিজেপির পতাকা খোলাকে কেন্দ্র করে বর্ধমানে উত্তেজনা
পতাকা খোলাকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমানে। অভিযোগ, তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী বিজেপির পতাকা খুলছিল। তারই প্রতিবাদ করেন বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি পিন্টু শ্যাম। অভিযোগ, এরপরই তাঁর দিকে ছুরি নিয়ে ধেয়ে আসেন কয়েকজন।
আত্মরক্ষা করতে গেলে হাতে সামান্য আঘাতও লাগে। এই ঘটনা বিজেপি শাসকদলের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলেছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি যে গোষ্ঠীকোন্দলে জর্জরিত, তা সকলে জেনে গিয়েছে। তাই তাদের ঘাড়ে দোষ ঠেলে লাভ হবে না। তবে শনিবার বর্ধমানের ঢলদিঘি মোড়ে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে উপস্থিত হন জেলা বিজেপির সভাপতি অভিজিত্ তা-সহ বিজেপির কর্মী সমর্থকরা।
আক্রান্ত পিন্টু সামের দাবি, রাস্তায় বাঁধা বিজেপির দলীয় পতাকা কয়েকজন খুলে তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙাচ্ছিলেন। তার প্রতিবাদ করেন তিনি। তাতেই তাঁর দিকে তেড়ে যান ওই যুবকেরা। পিন্টু শ্যাম বলেন, “দলীয় মিটিং উপলক্ষে সমস্ত রাস্তা বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছিল। তৃণমূলের লোকজন রাতের অন্ধকারে তা খুলে ফেলে।
আজ সকাল ১১টা নাগাদ আমি স্টেশন থেকে স্কুটি নিয়ে ফেরার সময় দেখি তৃণমূলের তিনজন আমাদের ঝান্ডা খুলে নিয়ে যাচ্ছে। কেন ঝান্ডা খুলছে জানতে চাওয়ায় আমার উপর চাকু নিয়ে তেড়ে আসে। হাত কেটে গিয়েছে।”
বিজেপির জেলা সভাপতি অভিজিত্ তায়ের কথায়, “বর্ধমান শহরে তৃণমূল যে দুষ্কৃতী দিয়েই চলছে, সেটা বোঝা যাচ্ছে। তোলাবাজ, দুষ্কৃতী, লুটেরা দিয়েই চলবে। গণতন্ত্রকে তো চাকু দিয়ে কেটেই ফেলেছে। এখন এসব করে বেড়াচ্ছে।”