হঠাৎ করেই বাতিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান সভা, অস্বস্তিতে তৃণমূল
সামনে পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একের পর এক কর্মসূচীর ঘোষণা করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।এবার জেলায় জেলায় তৃণমূলের সংগঠন চাঙ্গা করতে জেলা সফরে আসার ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু একটি নির্দিষ্ট কারণ বশত সভার সূচীতে পরিবর্তন হবে বলে জানা গেছে তৃণমূল সূত্রে।
বাতিল হল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা। তবে কি কারনে এই জনসভা বাতিল করা হয়েছে সে বিষয়ে দলের পক্ষ থেকে পরিষ্কার ভাবে কিছু জানানো হয়নি। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বর্ধমানে জনসভা করে যাবার ২৪ ঘন্টা পরেই এমন ঘোষণা, রাজনৈতিক মহল বিষয়টিকে অন্যভাবে দেখছেন।
আগামী ১৭ এপ্রিল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে জনসভা করতে আসার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জনসভা সফল করে তুলতে পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রস্তুতি ও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই জনসভা বাতিল হওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের অনেকেই হতাশ হয়ে পড়েছেন।
তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী দলীয় একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “আপাতত বাতিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী’র ১৭ এপ্রিলের জনসভা। পরিবর্তিত সূচী ঘোষিত হলে জানানো হবে।
তৃণমূল সূত্রে খবর একটি বিশেষ কারণে সভা বাতিল করা হয়েছে। কিন্তু সভাগুলি হবে।অতি শীঘ্রই নতুন করে সভাসূচী ঘোষণা করবেন তারা।
সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা সফর শুরু করবেন। জানা গিয়েছে মাসে অন্তত তিনবার তিনি বিভিন্ন জেলায় নিজে গিয়ে সংগঠনের পরিস্থিতি খতিয়ে দেখবেন।