Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

অবিলম্বে ট্রেন চালানোর জন্য ব্যবস্থা করা হোক, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল দক্ষিণ পূর্ব রেল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অবিলম্বে ট্রেন চালানোর জন্য ব্যবস্থা করা হোক, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল দক্ষিণ পূর্ব রেল

রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল দক্ষিণ পূর্ব রেল। অবিলম্বে ট্রেন চালানোর জন্য ব্যবস্থা করা হোক। কুড়মি আন্দোলনের জট কাটাতে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়েছে রেল। তাতেই সাফ লেখা হয়েছে, আন্দোলনকারীরা যদি তাঁদের অবরোধ না তোলেন তাহলে এবার রেলের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

রাজ্য সরকার (State Government) যাতে জিআরপি এবং রাজ্য পুলিশের মাধ্যমে এই অবরোধ তোলার ব্যবস্থা করে, সেই আবেদন জানানো হয়েছে রেলের তরফে। প্রয়োজনে আরপিএফও সাহায্য করবে বলে জানানো হয়েছে। অবিলম্বে সিআরআই রিপোর্ট পরিমার্জন করে কুড়মীদের তপশিলি উপজাতির তকমা দেবার দাবিতে এই রেল অবরোধ চালিয়ে যাচ্ছে আদিবাসী কর্মী সমাজ সহ কুড়মিদের একাধিক সংগঠন। সঙ্গে রয়েছে আরও একাধিক দাবি।

গত ৫ এপ্রিল থেকে এই আন্দোলনের জেরে এখনও অবধি প্রায় ৫০০ ট্রেন বাতিল হয়ে গিয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেলের খরচের বহর। এই অবস্থায় রেলের (Indian Railways) বক্তব্য, আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের ব্যাপার। তাই তাদের তরফে এই চিঠি পাঠানো হয়েছে৷

আরও পড়ুন ::

Back to top button