তেলেঙ্গানায় ১১,৩০০ কোটি মূল্যের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তেলেঙ্গানার (Telengana) হায়দরাবাদের প্যারেড গ্রাউন্ডে ১১,৩০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং দেশের প্রতি উৎসর্গ করেন। এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এইমস বিবিনগর, হায়দরাবাদ , পাঁচটি জাতীয় সড়ক প্রকল্প ও সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের উন্নয়ন।
এছাড়াও তিনি রেলওয়ে সম্পর্কিত অন্য উন্নয়নমূলক প্রকল্পও উৎসর্গ করেন। দিনের শুরুতে প্রধানমন্ত্রী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) শুভ সূচনা করেন। প্রধানমন্ত্রী (Prime Minister) পুরাতচি থালাইভার ড. এম. জি. রামাচন্দ্রান চেন্নাই সেন্ট্রাল-কোয়েম্বাটোর জংশনের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের আরও একটি পরিষেবার সূচনা করেন। চেন্নাইয়ের এই অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর. এন. রবি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী এম. কে. স্টালিন ও কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ।
সেকেন্দ্রাবাদের জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী (Prime Minister) তেলেঙ্গানা রাজ্যের উন্নয়নের গতি সম্প্রসারণের সুযোগ লাভের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিনের শুরুতে তিনি পতাকা নাড়িয়ে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে (Sekendrabad Railway Station) সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করেন, যা আইটি শহর হায়দরাবাদের সাথে ভগবান ভেঙ্কেটশ্বরের বাসস্থান তিরুপতিকে সংযুক্ত করবে।