সম্পর্ক

দাম্পত্যে যেসব আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়

দাম্পত্যে যেসব আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়

সুখী দাম্পত্য সবারই কাম্য। তারপরও স্বামী-স্ত্রীর মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যাতে দাম্পত্য জীবনে ঝড় বয়ে আনে। শুরু হয় সম্পর্কে অবনতি। সুখী দাম্পত্য বজায় রাখতে শুধু ভালোবাসা নয়, পরস্পরের প্রতি শ্রদ্ধোবোধ, বিশ্বাস থাকাটাও জরুরি। অনেকসময় স্বামী বা স্ত্রী এমন অনেক আচরণ করেন যা সঙ্গীকে প্রভাবিত করে।

দুজনের এমন কিছু আচরণ থাকে যা মোটেই গ্রহণযোগ্য নয়। যেমন-

শারীরিক নির্যাতন:
যেকোন ধরনের শারীরিক নির্যাতন যেমন- আঘাত করা, থাপ্পর, লাথি মারা এসব আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। বেশিরভাগ ক্ষেত্রে সামান্য ধাক্কা বা থাপ্পড় মারা দিয়ে শারীরিক নির্যাতন শুরু হয়। ধীরে ধীরে তা বড় আকার ধারণ করে। এ কারণে এমন আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

মানসিক নির্যাতন:
সারাক্ষণ সঙ্গীর সামালোচনা করা, তাকে অপমান করে কথা বলাটা মানসিক নির্যাতনের পর্যায়ে পড়ে। এতে সঙ্গীর আত্মসম্মানে আঘাত লাগে, তার মানসিক ক্ষতি হয়। এ ধরনের আচরণও দাম্পত্যে গ্রহণযোগ্য নয়।

দাম্পত্যে যেসব আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়

প্রতারণা:
সঙ্গীর সঙ্গে প্রতারণা করলে বা অসৎ হলে দাম্পত্য ফাটল ধরাটাই স্বাভাবিক।

আরও পড়ুন :: সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসাই কি যথেষ্ট?

নিয়ন্ত্রণের চেষ্টা:
সঙ্গী যদি আপনার সব কাজ, আপনাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন তাহলে তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের আচরণ অসুস্থ দাম্পত্যের ইঙ্গিত করে।

আসক্তি:
যেকোন ধরনের আসক্তি সেটা হতে পারে মাসকাসক্তি, জুয়া খেলা দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অবহেলা:
সঙ্গী যদি আপনাকে ক্রমাগত অবহেলা করে কিংবা আপনার প্রতি কোনো আগ্রহ না দেখায় এতে আপনার একাকীত্ব বোধ করাটা স্বাভাবিক। সঙ্গীর এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।

দাম্পত্যে যেসব আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়

অশ্রদ্ধা:
যদি সঙ্গী আপনার মতামত গুরুত্ব না দেয়, আপনার সব অনুভূতির প্রতি অশ্রদ্ধা দেখায় তাহলে তা অসুস্থ দাম্পত্যের লক্ষণ প্রকাশ করে।

আরও পড়ুন :: স্বামী হিসেবে যে পাঁচ পুরুষকে বেশি পছন্দ নারীদের

সম্পর্ক উন্নতির চেষ্টা না করা:
যদি সঙ্গী আপনাদের সম্পর্ক উন্নত করার চেষ্টা না করে তাহলে বুঝতে হবে তিনি এই সম্পর্ক টিকিয়ে রাখতে চাচ্ছেন না।

আরও পড়ুন ::

Back to top button