Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
হাওড়া

চিকিত্‍সকের উদ্যোগে হাওড়ার আমতায় শুরু ফুটবল অ্যাকাডেমি

চিকিত্‍সকের উদ্যোগে হাওড়ার আমতায় শুরু ফুটবল অ্যাকাডেমি

গ্ৰামের নাম থলিয়া। দামোদর নদের কূল ছাপিয়ে ফি বছর বর্ষায় আসে বান। গ্রামের মানুষের মূল জীবিকা কৃষি। তবে হাওড়া শিল্পাঞ্চলে ও বেশ কিছু মানুষের ছোট কারখানা রয়েছে।

এই গ্রাম অন্যতম ট্রাডিশনাল গ্রাম বলে পরিচিত আমতা বিধানসভা কেন্দ্রে। এমনই এক ব্যবসায়ী পরিবারে জন্মে স্বাভাবিক ভাবেই কলকাতায় থেকে বেশ কিছুটা কৃচ্ছ্ব সাধন ও লড়াই করে সফল চিকিত্‍সক হয়েছেন। ভোলেননি গ্রামকে। নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছেন গ্রামীণ মানুষের আধুনিক চিকিত্‍সা পেতে কি ভোগান্তি হয়। কিন্তু খেলাধূলার মাধ্যমে থাকলে শরীর চর্চার ফলে অনেক সুস্থ থাকা যায়। এই সরল সত্য নিয়েই জীবন চালাচ্ছেন চিকিত্‍সক।

অন্যদিকে গ্র্রামের শিশু অমিত সাউ, সুগত মান্না, দীপাঞ্জন মান্নাদের দু চোখে স্বপ্ন। ওদের কারো আইডল মেসি তো কারো আইডল রোনাল্ডো। ওরা থলিয়া ইউনিয়ন মাঠে প্রতিদিন খেলে, খুনসুটি করে। বাবা, দাদুদের মুখে ওরা শুনেছে ক্লাবের নাম। এখনো বড়রা খেলতে যায়।

ওরা বাঙালির সেরা খেলা ফুটবলকে ঘিরে বড় হতে চাইছে। বিষয়টি জানতে পারেন গ্রামের ছেলে তথা চিকিত্‍সক ডঃ দেবশঙ্কর মান্না। নিজেই দায়িত্ব তুলে নেন সবকিছুর। রবিবার নতুন রূপে হল মহাবীর ফুটবল একাডেমির আত্মপ্রকাশ। পরিচালনায় শতবর্ষ প্রাচীন থলিয়া ইউনিয়ন ফুটবল ক্লাব। যা ফুটবল খেলার জন্যই তৈরী হয়েছিল। উদ্বোধন করেন আমতার বিধায়ক সুকান্ত পাল।

আরও পড়ুন ::

Back to top button