ইন্ডিয়ান স্ট্য়াটিসটিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ, বেতনও আকর্ষণীয়
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান স্ট্য়াটিসটিক্যাল ইনস্টিটিউট কলকাতার তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রজেক্টের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের ই-মেল মারফত আবেদন করতে হবে। ৮ মে অবধি করা যাবে আবেদন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
ISI কলকাতার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে BE/ B.Tech in CSE/ IT/ EEE/ ECE, MCA, M.Sc পাশ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠাতে হবে। ই-মেল আইডি : [email protected]।
মোট ২ টি পদের জন্যই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কলকাতার জন্য করা হবে নিয়োগ। কোনও ফি দিতে হবে না প্রার্থীদের। ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রতি মাসে ২৭ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা। ৮ মে অবধি করা আবেদন।