উঃ ২৪ পরগনা

ভারতে স্বর্ণ পাচার করতে গিয়ে বাংলাদেশি নারী গ্রেপ্তার

ভারতে স্বর্ণ পাচার করতে গিয়ে বাংলাদেশি নারী গ্রেপ্তার

বাংলাদেশ থেকে ২৭টি সোনার বার পাচারের চেষ্টাকারী এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। জব্দ করা সোনার বারগুলোর ওজন ২ কেজির বেশি এবং মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় মনিকা ধর নামের ৩৪ বছর বয়সী ওই চোরাকারবারী নারী ২৭টি সোনার বার একটি কাপড়ে লুকিয়ে কোমরে বেঁধে পাচার করার চেষ্টা করছিলেন। তিনি চট্টগ্রামের বাসিন্দা।

এসময় ভারতীয় চেকপোস্টে মোতায়েন বিএসএফের মহিলা কর্মীরা খবর পান, বাংলাদেশি চোরাকারবারী স্বর্ণ নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন। চোরাকারবারী সীমান্তে পৌঁছানোর পর তারা তাকে থামিয়ে তল্লাশি করে এবং জামায় লুকিয়ে রাখা সোনার বারগুলো দেখতে পায়।

জিজ্ঞাসাবাদে পাচারকারী নারী সবকিছু স্বীকার করেন এবং জানান, তাকে পশ্চিমবঙ্গের বারাসাতে এক অজানা ব্যক্তির কাছে সোনার বারগুলো পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, এটি আমার প্রথমবারের মতো সোনার চোরাচালান এবং এই কাজের জন্য আমি ২,০০০ রুপি বা বাংলাদেশি প্রায় ২৬০০ টাকা পেতাম।

জব্দ সোনার বারসহ চোরাকারবারী নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের কাস্টম অফিস পেট্রাপোলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button