Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

পার্থকে জেরা করে তথ্য, পার্থ ঘনিষ্ঠ আমলার বাড়িতে CBI

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পার্থকে জেরা করে তথ্য, পার্থ ঘনিষ্ঠ আমলার বাড়িতে CBI

পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের (Sukanta Acharya) বাড়িতে হাজির হল সিবিআই (CBI)। সুকান্ত সরকারি আমলা, তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর দফতরে স্পেশ্যাল ডিউটি অফিসার হিসাবেও নিযুক্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে নিউ ব্যারাকপুরের জগদীশ চন্দ্র রোডে সুকান্তের বাড়ি ‘বৈকুণ্ঠে’ হাজির হন সিবিআই আধিকারিকেরা।

সূত্রের খবর, পার্থকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য হাতে পেয়েছে সিবিআই। সেই তথ্য যাচাই করতেই সম্ভবত বৈকুণ্ঠে হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ, এর আগে সুকান্তের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পার্থের বিশেষ সচিব হিসাবে তাঁর তৈরি করা কমিটির সদস্য ছিলেন। পার্থের যাবতীয় নির্দেশ তাঁর মাধ্যমেই পৌঁছত কমিটির কাছে।

সুকান্তের (Sukanta Acharya) বাড়িতে অবশ্য এই প্রথম তল্লাশি চালাচ্ছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে ইডিও সুকান্তের বাড়িতে অভিযান চালিয়েছিল। বস্তুত, গত বছর ২৩ জুলাই পার্থকে যে দিন গ্রেফতার করা হয়, তার আগের রাতেই ইডি (Enforcement Directorate) তল্লাশি চালিয়েছিল সুকান্তের বাড়িতে। বহু বার ইডির তলব পেয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এবং সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজির হয়েছেন তিনি। এ বার সুকান্তের (Sukanta Acharya) বাড়িতে এল সিবিআই।

দুর্নীতির মামলায় তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে সম্প্রতি ইডি-র পেশ করা চার্জশিটে নাম ছিল পার্থের দফতরে নিযুক্ত ডব্লিউবিসিএস অফিসার সুকান্তের। নাম ছিল শিক্ষাসচিব, আইএএস মণীশ জৈনের। বিচার ভবনে সিবিআই (পিএমএলএ) বিশেষ আদালতে সম্প্রতি ১০৪ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল ইডি।

সেই চার্জশিটের ৭৫ নম্বর পাতায় ইডি (Enforcement Directorate) অভিযোগ করেছিল, শিক্ষা ক্ষেত্রে পাকা চাকরির আশ্বাস দিয়ে অযোগ্য প্রার্থীদের আলাদা ভাবে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হত। আর সেটা করা হত শুধু টাকা নেওয়ার জন্য। মূলত পার্থের নির্দেশেই সেই ইন্টারভিউয়ের আয়োজন করতেন মণীশ, সুকান্তের মতো আধিকারিকেরা।

আরও পড়ুন ::

Back to top button