এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম গোপন জবানবন্দি করাল সিবিআই (CBI)। একাধিকবার আদালতে প্রশ্নের মুখে পড়ে এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআই (CBI) একজনের গোপন জবানবন্দি করাল।
সূত্রের খবর, নাইসা’র এক আধিকারিকের গোপন জবানবন্দি করানো হয়েছে আদালতে। বুধবার আদালতে ওই ব্যক্তির গোপন জবানবন্দি করানোর জন্য আবেদন করে সিবিআই (CBI)। আদালত মঞ্জুর করলে নাইসা-র আধিকারিকের গোপন জবানবন্দি করানো হয়েছে আদালতে।
নিয়োগ দুর্নীতি তদন্তের ধীর গতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। দিন কয়েক আগেই বিচারক স্পষ্টই বলেন, ”কোথায় ডেভেলপমেন্ট?” ক্ষোভের সুরেই তিনি জানিয়েছেন , তিনজনকে গ্রেফতারের পর শুধু আবেদন জমা পড়ছে। এই বিষয়ে যা প্রয়োজনীয় , তা করার কথাও জানিয়েছেন বিচারক।
হুঁশিয়ারির সুরে বলেছেন, ”আজ আমি কিছু বলব না, যা করার কলম দিয়ে করে দেব।”আইন অনুযায়ী, গ্রেফতারির ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা করতে হয়। তাপস, নীলাদ্রি, কুন্তলের (Kuntal Ghosh) মামলার চার্জশিট পেশ করতে আর মাত্র দিন কয়েক বাকি। বিচারক বলেন, ”এই ২১ দিনের মধ্যেই কিছু করে দেখান।” বিচারকের সেই হুঁশিয়ারির পর প্রথম গোপন জবানবন্দি করাল সিবিআই।
আলিপুরের বিশেষ সিবিআই (CBI)আদালতে নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুনানি ছিল। সেখানেই বিচারক ফের তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপস মণ্ডল, নীলাদ্রি সাহা , কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতারের পর শুধু আবেদন আর আবেদন জমা পড়ছে।
তাঁর কথায়, ”আমার জায়গায় এসে দেখুন, কী চলছে? আমি কি এখানে আপনাদের রক্ষা করার জন্য বসে রয়েছি?” জবাবে সিবিআইয়ের (CBI) আইনজীবী জানিয়েছিলেন, তাঁরা অন্য মামলায় গ্রেফতার হয়ে রয়েছেন। তাতে সুর চড়িয়ে বিচারক বলেন, ”তিন জনকে গ্রেফতার করেই আপনার কাজ হয়ে গেল?”