ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলা পুলিশের উজ্জীবন কর্মসূচি, চালু হল ৬টি বয়স্ক সাক্ষরতা কেন্দ্র

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম জেলা পুলিশের উজ্জীবন কর্মসূচি, চালু হল ৬টি বয়স্ক সাক্ষরতা কেন্দ্র

ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলপাহাড়ি থানা এলাকায় ‘উজ্জীবন’ কর্মসূচির উদ্বোধন হল। বৃহস্পতিবার বেলপাহাড়ি ব্লক অফিসের সভাঘরে ফলকের আবরণ সরিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ, বেলপাহাড়ির বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বেলপাহাড়ির আইসি বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ।

এসপি জানান, আগামী শনিবার থেকে ছ’টি কেন্দ্রে বয়স্কদের শিক্ষাদান কর্মসূচি শুরু হবে। শিক্ষাকেন্দ্রগুলিতে যে সব বয়স্ক লেখাপড়া শিখবেন তাঁরাও হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। নিরক্ষরতার কারণে নানা ভাবে প্রতারিত হন প্রান্তিক এলাকার মানুষজন। এবার নিরক্ষর প্রবীণদের সাক্ষর করার কর্মসূচি শুরু করতে চলেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।

বেলপাহাড়ি থানার ছ’টি এলাকায় শুরু হচ্ছে ‘উজ্জীবন’ কর্মসূচি। প্রথম পর্যায়ে বাঁশপাহাড়ি পঞ্চায়েতের ছুরিমারা কমিউনিটি হল, ভুলাভেদা পঞ্চায়েতের তালপুকুরিয়া কমিউনিটি হল, শিমূলপাল পঞ্চায়েতের কুসুমডাঙা কমিউনিটি হল, সন্দাপাড়া পঞ্চায়েতের মুড়ারি কমিউনিটি হল, বেলপাহাড়ি পঞ্চায়েতের বেলপাহাড়ি কমিউনিটি হল এবং ভেলাইডিহা পঞ্চায়েতের ধুলিয়াপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভবনে একটি করে মোট ছ’টি বয়স্ক সাক্ষরতা কেন্দ্র চালু করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button