বীরভূম

মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধ করেছিল তৃণমূল, ১৫ কিমি সাইকেল চালিয়ে হাজির সিউড়ির বাম-কংগ্রেস সমাবেশে

মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধ করেছিল তৃণমূল, ১৫ কিমি সাইকেল চালিয়ে হাজির সিউড়ির বাম-কংগ্রেস সমাবেশে

প্রচণ্ড গরমে, মৃত রুস্তম শেখ ১৫ কিমি সাইকেল চালিয়ে হাজির সিউড়ির বাম-কংগ্রেস সমাবেশে! তাঁর অভিযোগ, আমাকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধ করেছিল তৃণমূল। প্রবল দাবদাহে পুড়ছে বীরভূম। এই পরিস্থিতিতে সিউড়িতে বাম-কংগ্রেসে জনসমাবেশ ঘিরে রাজনৈতিক কৌতুহল তীব্র।

সিউড়ির এই সমাবেশে যোগ দিতে ১৫ কিমি সাইকেল চালিয়ে সমাবেশস্থলে বেণীমাধব মাঠে হাজির রুস্তম সেখ। তার বাড়ি ধনঞ্জয়বাটি। তিনি জানান, আমাকে মৃত দেখিয়ে তৃণমূল নেতারা বন্ধ করে দিয়েছিল বার্ধক্য ভাতা। এক বছর লড়াই করে বার্ধক্য ভাতা পুনরুদ্ধার করেছি। এবার তৃণমূলকেই উপড়ে ফেলতে হবে।

পঞ্চায়েত ভোটের আগে একাধিক জেলায় শাসক দল তৃ়ণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি ছেড়ে বামফ্রন্ট আর কংগ্রেসে যোগদান চলছে। বীরভূম জেলায় তৃ়ণমূল ত্যাগের হিড়িক বারবার লক্ষ্য করা গেছে।

বীরভূম জেলা সিপিআইএমের তরফে জানানো হয়েছে সমাবেশে থাকবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেলা কংগ্রেস জানিয়েছে, সমাবেশে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলার তদন্তে বিপুল বেআইনি টাকা লেনদেনে অভিযুক্ত হয়ে তিহার জেলে বন্দি। জেলে আছেন অনুব্রতর কন্যা সুকন্যা। তৃণমূল কংগ্রেস বীরভূম জেলার নেতারা সিউড়িতে বাম-কংগ্রেস জনসভা নিয়ে নীরব। একইভাবে নীরব বিধানসভায় বিরোধী দল বিজেপি।

তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে দলীয় প্রার্থী বাছাইয়ের গণভোট লুঠ ঘিরে বিব্রত খোদ মুখ্যমন্ত্রী। বীরভূমের সব আসনেই দলের জয় চাই বলে বার্তা দিয়েছেন অভিষেক।

আরও পড়ুন ::

Back to top button