ঝাড়গ্রাম

বিয়ের অনুষ্ঠান চলাকালীন গ্রামে ঢুকল একশো হাতির দল, হাতি খেদিয়ে গ্রাম পাহারা দিয়ে বিয়ে হল মল্লিকা-শিবকান্তের

স্বপ্নীল মজুমদার

বিয়ের অনুষ্ঠান চলাকালীন গ্রামে ঢুকল একশো হাতির দল, হাতি খেদিয়ে গ্রাম পাহারা দিয়ে বিয়ে হল মল্লিকা-শিবকান্তের

গ্রামে বিয়ের অনুষ্ঠান চলাকালীন হানা দিল হাতির দল। প্রায় পণ্ড হতে বসেছিল আদিবাসী বিয়ের অনুষ্ঠান। হুলা (মশাল) জ্বালিয়ে হাতির দলকে খেদিয়ে গ্রাম পাহারা দিয়ে হল বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের পাইকাম্বী (PAIKAMBI) গ্রামের ঘটনা।

বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পাইকাম্বী গ্রামের তরুণী মল্লিকা হেমব্রমের বিয়ের অনুষ্ঠান চলছিল। এসেছিলেন আমন্ত্রিতেরা। পাত্র বেলপাহাড়ির ছোট জামশোলা গ্রামের শিবকান্ত হাঁসদাও হাজির। আদিবাসী প্রথা মেনে বৃহস্পতিবার দুপুর থেকে আনন্দঅনুষ্ঠান হচ্ছিল। সন্ধ্যায় বর এসেছিল পৌঁছয়। আদিবাসী প্রথা মেনে পাইকাম্বী ফুটবল মাঠে বরকে স্নান করানো হচ্ছিল। তখনই ঘটল বিপদ। হঠাৎ হাতির দাপাদাপি!

ততক্ষণে গ্রামে প্রায় একশোটি হাতি দু’ভাগে ভাগ হয়ে ঢুকে পড়ে। মাঠ পেরিয়ে বিয়ে বাড়ির কাছে হাজির হয়ে যায় দাঁতালের দল। হাতি ঢুকে পড়ায় হুলূস্থূল শুরু হয়। দলের একটি হাতি একটি মোটর বাইক ভাঙচুর করে। পরে হুলাপার্টির লোকজন হাতির দলটিকে তাড়া করে অন্যত্র সরিয়ে দেয়।

গ্রামের চারিদিকে পাহারা দেন গ্রামবাসীরা। এমনকি চারিদিকে আলো জ্বালানো হয়। বন দফতর সূত্রে খবর, গত ৭ মে একশোটি হাতির দল কলাইকুন্ডা হয়ে লোধাশুলিতে ঢুকে পড়েছিল। তারপর দলটি জামবনি হয়ে গোদারাশোল, রাহেড়া এলাকায় ছিল। কয়েকদিন ঝাড়খণ্ড ও ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকায় ছিল।

তারপর হাতির দলটি ঝাড়খণ্ড থেকে থেকে তাড়া হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকাম্বী গ্রামে ঢুকে পড়ে। বন দফতরের এক আধিকারিক বলেন, ‘‘বিয়ে বাড়ি চলাকালীন হাতির দল গ্রামে ঢুকে পড়েছিল। বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।’’

আরও পড়ুন ::

Back to top button