ঝাড়গ্রাম

অনিচ্ছাকৃত খুনের দায়ে এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড দিল ঝাড়গ্রাম প্রথম জেলা দায়রা আদালত

স্বপ্নীল মজুমদার

অনিচ্ছাকৃত খুনের দায়ে এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড দিল ঝাড়গ্রাম প্রথম জেলা দায়রা আদালত

প্রতিবেশী প্রৌঢ়াকে লাঠিপেটা করে অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত করে এক ব্যক্তিকে দশ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালত।

বৃহস্পতিবার ওই আদালতের বিচারক জীমূতবাহন বিশ্বাস সাজাপ্রাপ্তকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ছ’মাসের কারাদণ্ড।

সাজাপ্রাপ্ত রঞ্জিত কদমার বাড়ি বিনপুরের কদমাপাড়ায়। সরকারি আইনজীবী প্রবীর পাল জানান, কদমাপাড়ার বাসিন্দা মামনি রাজোয়ার নামে এক প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগে ২০০৯ সালের ২৩ জুন রঞ্জিত সহ চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

পরে অবশ্য ধৃতেরা জামিন পেয়ে যায়। ২০১৩ সালে ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতে অনিচ্ছাকৃত খুনের ধারায় (৩০৪) চার্জ গঠন করে মামলার বিচার শুরু হয়।

৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। বুধবার রঞ্জিতকে দোষী সাব্যস্ত করেন বিচারক।

বাকি তিন অভিযুক্তকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়। বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়।

আরও পড়ুন ::

Back to top button